Asansol: সিলিকোসিস আক্রান্ত রোগীর মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ
Asansol: আসানসোলের সালানপুরের বনজেমারি এলাকার বাসিন্দা মনিলাল। গত জানুয়ারি মাসে সিলিকোসিসে আক্রান্ত হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সিলিকোসিসের পরিচয় পত্র দেওয়া হয়েছিল। চলতি মাসে তিনি তিনবার আসানসোল জেলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

আসানসোল: হাসপাতালে মৃত্যু সিলিকোসিস আক্রান্ত রোগীর। মৃতের নাম মনিলাল হেমব্রম। অভিযোগ উঠল চিকিৎসায় গাফিলতির। মনিলাল সিলিকোসিস আক্রান্ত ছিলেন। ছিল স্বাস্থ্য দফতরের অনুমোদিত সিলিকোসিস আক্রান্তের কার্ড। তবুও হাসপাতালে চিকিৎসায় অবহেলা হয়েছে বলে অভিযোগ পরিবারের। মেলেনি সরকারি ক্ষতিপূরণ। আসানসোলের সালানপুরের ঘটনা।
আসানসোলের সালানপুরের বনজেমারি এলাকার বাসিন্দা মনিলাল। গত জানুয়ারি মাসে সিলিকোসিসে আক্রান্ত হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সিলিকোসিসের পরিচয় পত্র দেওয়া হয়েছিল। চলতি মাসে তিনি তিনবার আসানসোল জেলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর আগের বার আসানসোল জেলা হাসপাতালে তাঁকে দেখতেও গিয়েছিলেন বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনবার আগে শারীরিক অবস্থার অবনতি ঘটলে পুনরায় তাঁকে আবার আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়৷ রবিবার সকালে তাঁর মৃত্যু হয়।
স্থানীয় একটি ব্রিকস কারখানায় কাজ করার জন্যই তার এই রোগ হয়েছিল বলে দাবি তার পরিবারের। পরিবারে স্ত্রী ও কন্যা ছাড়া আর কেউ নেই৷ তাই সরকারি নিয়মমাফিক সিলিকোসিস রোগীদের যে ক্ষতিপূরণ পাওয়া যায় তার জন্য দাবি জানিয়েছে মৃতের পরিবার ও স্থানীয় মানুষজন। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।





