আসানসোল: আসানসোলে আবারও উদ্ধার হল বিপুল পরিমাণ অস্ত্র। সালানপুর থানার অন্তর্গত বাংলা ঝাড়খণ্ড সীমান্তের রূপনারায়ণপুর বিহার রোড থেকে ১২টি পিস্তল ও ৪০টি কার্তুজ উদ্ধার করেছেন তদন্তকারীরা। ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ২জনকে। তাদের সালানপুর থানায় নিয়ে যাওয়া হয়। ধৃতদের নাম ছোটু ও বলরাম। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফের দল অভিযান চালায়। বিহারের ভাগলপুর ও মুঙ্গের থেকে আগ্নেয়অস্ত্র আনা হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে তারা অস্ত্রগুলি কোথায় নিয়ে যাচ্ছিল, তা এখনও জানা যায়নি।
রবিবার রাতে এসটিএফ ধৃতদের কাছ থেকে দুটি নাইন এমএম, দুটি সেভেন এমএম পিস্তল উদ্ধার করেছে। সঙ্গে উদ্ধার হয়েছে দুই কারবাইন-সহ মোট ১২টি পিস্তল। এছাড়াও প্রায় ৪০টি কার্তুজ উদ্ধার হয়েছে।
প্রসঙ্গত, অগস্টের শেষেই আসানসোলের পাণ্ডবেশ্বর থেকে স্বয়ংক্রিয় রাইফেল-সহ একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। সুনীল পাসোয়ান ওরফে শোলে নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। শোলের কাছে উদ্ধার হয় দেশীয় পদ্ধতিতে তৈরি একে ৪৭, দেশি কার্বাইন-সহ একাধিক আগ্নেয়াস্ত্র, পাইপগান এবং বন্দুক। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ। তদন্তকারীরা জানান, পাণ্ডবেশ্বরের কুখ্যাত কয়লা মাফিয়া নুরে আলমের দেহরক্ষী ছিলেন শোলে।
তবে তার সঙ্গে ছিল আরও এক দুষ্কৃতী। পুলিশ জেরায় জানতে পেরেছিলেন মনোজিৎ নামে আরও এক অস্ত্র পাচারকারি তার সঙ্গে ছিল। কিন্তু সে পালাতে সক্ষম হয়। তার খোঁজে এখনও তল্লাশি জারি। তার মধ্যেই আবারও অস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। আসানসোল জোনে মাফিয়া, অস্ত্র পাচারকারিরা যে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে, তা পুলিশের কাছে খবর রয়েছে। তাই সক্রিয় বেঙ্গল পুুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সও।