Asansol: PF-এর নামে টাকা কাটা হচ্ছে, কিন্তু জমা পড়ছে না অ্যাকাউন্টে, যাচ্ছে কোথায়? ভয়ঙ্কর অভিযোগ
Asansol: কর্মীদের বেতনের ১২ শতাংশ কাটা হয়। কারোর বেতন ১০ হাজার, কারও আবার ১৫ হাজার টাকা। তবে কাউকেই পে স্লিপ দেওয়া হয় না বলে অভিযোগ। কারও কারও ফোনে মেসেজ আসে। আবার অনেকের ফোনে মেসেজও আসে না।

আসানসোল: পুরকর্মীদের পিএফের টাকা কাটলেও জমা না হওয়ার অভিযোগ। বিতর্কে আসানসোল পুরনিগম। জানা গিয়েছে, আসানসোল পুরনিগমে ৩৭০ জন স্থায়ী কর্মী। ৩ হাজার ৬৫৮ জন অস্থায়ী কর্মী। অভিযোগ, অস্থায়ী কর্মীদের বেতন থেকে কর্মচারী প্রভিডেন্ট ফান্ড কাটা হলেও তা তাদের অ্যাকাউন্টে জমা হচ্ছে না। গুরুতর অভিযোগ উঠেছে পুরনিগমের বিরুদ্ধে। প্রায় দুবছর ধরে চলছে এই অনিয়ম। এ বিষয়ে কর্মীরা পুর কর্তৃপক্ষকে জানালেও কোনও সমাধান ঘটেনি।
জানা গিয়েছে, কর্মীদের বেতনের ১২ শতাংশ কাটা হয়। কারোর বেতন ১০ হাজার, কারও আবার ১৫ হাজার টাকা। তবে কাউকেই পে স্লিপ দেওয়া হয় না বলে অভিযোগ। কারও কারও ফোনে মেসেজ আসে। আবার অনেকের ফোনে মেসেজও আসে না। যার যা বেতন, সেই মত শতাংশের হারে পিএফের টাকা কাটা হয়। সবার নিজস্ব পিএফ অ্যাকাউন্ট নম্বরও রয়েছএ। তাঁরা অনলাইনে চেক করে দেখেছেন টাকা জমা পড়ছে না। ঘটনার দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। টাকা জমা করারও দাবিও জানিয়েছেন। কিন্তু অস্থায়ী কর্মীরা চাকরি যাওয়ার ভয়ে অন ক্যামেরা কিছু বলতে নারাজ।
এরকম যে কিছু একটা ঘটেছে তা অবশ্য পুর কর্তৃপক্ষ অস্বীকার করেনি। দায় চাপানো হয়েছে এজেসির ওপর। এই নিয়ে সিপিএমের পক্ষ থেকে RTI করা হয়েছে। কিন্তু জবাব তাঁরা পাননি। কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দেবেশ চক্রবর্তীর কটাক্ষ, “আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতিকে দুর্গাপুরে প্রায়ই বলতে শোনা যায়, কারখানা মালিকরা যদি কর্মীদের পিএফ না দেয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে! এখন তাদেরই দ্বারা পরিচালিত আসানসোল পুরনিগমের কর্মীদের পিএফ-এর টাকা জমা হচ্ছে না, তাহলে এখন তিনি কী বলবেন?”
সিপিআইএম রাজ্য কমিটির নেতা পার্থ মুখোপাধ্যায় এই বিষয়ে তথ্য সংগ্রহের জন্য ইতিমধ্যেই আরটিআই করেছেন। তিনি জানান, মঙ্গলবারের ধর্মঘটেও এই দাবি তোলা হবে। টাকা জমা হচ্ছে না। এই দাবিতে আন্দোলন জোরদার হবে।
বিজেপি রাজ্য সম্পাদক ও আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, “প্রায় দু’বছর ধরে পিএফের টাকা জমা হয়নি।” তাঁর আশঙ্কা, এই ঘটনায় যদি পিএফ কর্তৃপক্ষ সুদ ও জরিমানা দাবি করে, তাহলে শেষ পর্যন্ত নাগরিকদের ট্যাক্সের টাকা থেকে জমা করতে হবে। তিনি এই ঘটনাকে অপরাধ বলে অভিযোগ করেছেন।পরিস্থিতি নিয়ে পুরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক বলেন, “এজেন্সিগুলোর ভুল হতে পারে, কিন্তু স্পষ্ট অভিযোগ পাইনি।”

