Asansol: জাতীয় সড়কের ধারে উপুড় হয়ে পড়েছিল, উদ্ধার যুবকের গলাকাটা দেহ উদ্ধার
Asansol: এটি দুর্ঘটনা, নাকি পরিকল্পিত খুন, তা নির্ধারণে পুলিশ তদন্ত শুরু করেছে। বুধবার রাতে সীতারামপুর এথোড়া রোডের পাশে রক্তাক্ত অবস্থায় দেব সিংয়ের দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে কুলটি থানার পুলিশ দেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়।

আসানসোল: যুবকের গলাকাটা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। মৃত যুবকের নাম দেবজ্যোতি সিং ওরফে দেব সিং। তিনি জামুরিয়ার নিঘার বাসিন্দা। ঘটনাস্থল থেকে ওই যুবকের মোটরবাইকটি উদ্ধার করেছে। ১৯ নম্বর জাতীয় সড়কের কাছে সীতারাপুর ও এথোরার মাঝে তাঁর রক্তাক্ত দেহ পাওয়া যায়। ওখানে এক জমি ব্যবসায়ীর অফিসের কাজ সেরে বাড়ি ফেরার পথে এই ঘটনার শিকার হন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, দুর্ঘটনার শিকার ওই যুবক। তবে পরিবারের লোকজনের দাবি প্রেমপ্রণয় সম্পর্কিত ঘটনার জেরে দেবকে খুন করা হয়েছে।
এটি দুর্ঘটনা, নাকি পরিকল্পিত খুন, তা নির্ধারণে পুলিশ তদন্ত শুরু করেছে। বুধবার রাতে সীতারামপুর এথোড়া রোডের পাশে রক্তাক্ত অবস্থায় দেব সিংয়ের দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে কুলটি থানার পুলিশ দেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবকের গলায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে, যা প্রাথমিকভাবে ধারাল অস্ত্রের আঘাত বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, দেব সিং জামুড়িয়ার নিঘা এলাকার একজন পরিচিত বাসিন্দা ছিলেন। তিনি নিয়মিত ১৯ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাতায়াত করতেন। দেব সিং জামুড়িয়ার নিঘা এলাকার একজন পরিচিত বাসিন্দা। তিনি ১৯ নম্বর জাতীয় সড়ক দিয়ে ওই নির্জন রাস্তায় নিয়মিত যাতায়াত করতেন।
মৃতের বাবা দিলীপ সিং দাবি করেন, তাঁর ছেলের সঙ্গে অফিসে কাজ করতেন পুরুলিয়ার পারবেলিয়ার এক যুবতী। তার সঙ্গে কয়েকমাস ধরে প্রেম-প্রণয় সম্পর্ক ছিল। আর সেই প্রেমে বাধা ছিল ওই যুবতীর এক আত্মীয়। প্রতিদিন ও যুবতীকে দেবজ্যোতি সিং বাড়িতে পৌঁছে দিয়ে আসত। ওই সন্দেহভাজন আত্মীয়র সঙ্গে নিয়ামতপুরে তাঁকে শেষ দেখা যায়। তারপরে এই মৃত্যুর ঘটনা ঘটে। তাই ওই আত্মীয়র দিকেই অভিযোগ, একটি তিনি নাকি খুন করিয়েছেন।
এই ঘটনা আসানসোলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, জাতীয় সড়কের আশপাশে নজরদারি বাড়ানো এবং রাতের বেলায় পুলিশ টহল জোরদার করা প্রয়োজন।

