Asansol: অনেকে বসে বিকালের চা খাচ্ছিলেন, আচমকাই দুমদাম শব্দ, ভেঙে পড়ল বাড়িঘর! ভূমিকম্প নয়, তবে পাড়ায় হলটা কী

Asansol: শনিবার বিকালে হঠাৎ করেই বেজে উঠে সাইরেন। কিছু বুঝে ওঠার আগে আচমকাই কেঁপে উঠে গোটা এলাকার গোটা ঘর। বাড়ির ছাদে দুমদাম শব্দ। কারও ভেঙে পড়ে টালি। কারও এসবেস্টস ফুটো হয়ে বাড়ির ভেতরে ঢুকে বড় বড় পাথরের চাঁই।

Asansol: অনেকে বসে বিকালের চা খাচ্ছিলেন, আচমকাই দুমদাম শব্দ, ভেঙে পড়ল বাড়িঘর! ভূমিকম্প নয়, তবে পাড়ায় হলটা কী
রানিগঞ্জে খনিতে বিস্ফোরণImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 23, 2024 | 7:12 PM

আসানসোল: খনিতে বিস্ফোরণের জেরে পাথর ছিটকে ভাঙল বাড়ি ঘর। রানিগঞ্জের নারায়ণকুড়ি খোলামুখ খনিতে এই ঘটনা ঘটে শনিবার। পাথর ছিটকে ক্ষতিগ্রস্ত হল এগাড়া গ্রামের সিং পাড়ায়। উত্তেজিত গ্রামবাসীরা ভাঙচুর চালায় খনিতে দাঁড়িয়ে থাকা ডাম্পার ও গাড়িতে। ভাঙচুর হয় অফিস ঘরেও। ইসিএল কুনুস্তরিয়া এরিয়ার নারায়ণকুড়ি খোলা মুখ খনিতে বিস্ফোরণ। তার জেরে শনিবার বিকালে ভয়াবহ বিস্ফোরণের জেরে কেঁপে উঠল নারানকুড়ি খনি সংলগ্ন এগাড়া সিং পাড়ার বাড়ি ঘর।

শনিবার বিকালে হঠাৎ করেই বেজে উঠে সাইরেন। কিছু বুঝে ওঠার আগে আচমকাই কেঁপে উঠে গোটা এলাকার গোটা ঘর। বাড়ির ছাদে দুমদাম শব্দ। কারও ভেঙে পড়ে টালি। কারও এসবেস্টস ফুটো হয়ে বাড়ির ভেতরে ঢুকে বড় বড় পাথরের চাঁই। কেউ ঘুমাচ্ছিলেন কেউ বা বিকালে বসে চা খাচ্ছিলেন বারান্দায়। কিছু বুঝে ওঠার আগেই সবাই আতঙ্কে বাড়ি ছেড়ে পালাতে থাকে। শনিবার বিকেলে এই ঘটনা ঘটলো রানিগঞ্জের নারায়ণকুড়ি খোলামুখ খনি সংলগ্ন নারায়ণকুড়ি গ্রামে।

ডিনামাইট বিস্ফোরণের জেরে বড় বড় পাথর উড়ে এসে পড়ে গ্রামে। উত্তেজিত গ্রামবাসীরা খনিতে গিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। খনিতে থাকা ডাম্পার স্করপিও গাড়ি ভাঙচুর করে উত্তেজিত গ্রামবাসীরা। ভয়ে খনি ছেড়ে পালিয়ে যান আধিকারিক ও কর্মীরা।