Asansol: ‘গুড টাচ, ব্যাড টাচ’ ফারাক কোথায়? এবার শিক্ষা দিল পুলিশ
Asansol: উপস্থিত কুলটি থানার অধিকারিক-সহ সাঁকতোড়িয়া ফাঁড়ির পুলিশ অধিকারিকরা। কুলটি থানার এএসআই অনন্যা মণ্ডল ছাত্রীদের সচেতনতার পাঠ দেন। আরজি করের ঘটনার পরেই এই তৎপরতা দেখা গেল আসানসোলে।
আসানসোল: ‘গুড টাচ, ব্যাড টাচ’ ফারাক কোথায়? সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে সম্পর্কে জড়িয়ে পড়ছে নাবালিকরা। অনেকে ছাত্রী পড়াশোনা ছেড়ে বাড়ির অনুমতি ছাড়াই বিয়ে করছে পালিয়ে। শ্লীলতাহানি বা ধর্ষণ থেকেই বা নিজেদের রক্ষা করবে কীভাবে তারা ? এই সমস্ত কিছু নিয়েই স্কুলে গিয়ে সচেতনতার পাঠ পড়াল পুলিশ। কুলটি থানার সাঁকতোড়িয়া ফাঁড়ির পুলিশ এসডি গার্লস হাইস্কুলে ছাত্রীদের শিক্ষার পাঠ দেন। কুলটি পুলিশের সাইবার সহ সচেতনতামূলক অভিযান করা হয় স্কুলের ছাত্রীদের।
উপস্থিত কুলটি থানার অধিকারিক-সহ সাঁকতোড়িয়া ফাঁড়ির পুলিশ অধিকারিকরা। কুলটি থানার এএসআই অনন্যা মণ্ডল ছাত্রীদের সচেতনতার পাঠ দেন। আরজি করের ঘটনার পরেই এই তৎপরতা দেখা গেল আসানসোলে।
অন্যদিকে আসানসোল দুর্গাপুর পুলিশের আওতাধীন এলাকায় মহিলাদের নিরাপত্তার নজরদারিতে নামানো হয়েছে ‘শক্তি’ বাহিনীকে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের হিরাপুর থানা এলাকায় ‘নারী নিরাপত্তা সচেতনতা কর্মসূচি’ পালন করা হয়। নেতৃত্বে ছিলেন এসিপি হিরাপুর ঈপ্সিতা দত্ত এবং আসানসোল মহিলা থানার ওসি স্নেহন্বীতা মণ্ডল। ছিলেন ‘শক্তি’ বাহিনীর সদস্যরা। তাঁরা হীরাপুর থানা এলাকায় বিশেষত বার্নপুর রোড চিত্রা সিনেমা মোড়ের কাছে গ্যালাক্সি মলে ঘুরে দেখেন।
কথা বলেন গ্যালাক্সি মলে কেনাকাটা করতে আসা বিভিন্ন মহিলাদের সঙ্গে। তাঁদের সমস্যার কথাগুলো তাঁরা শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পাশাপাশি কোন বিপদে পড়লে তাদের সঙ্গে যোগাযোগ করবার পরামর্শ দেন।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)