Asansol: তিন পোষ্য, মা-কে খুন করে হাতের শিরা কাটলেন যুবক… নেপথ্যে শিউরে ওঠার মতো কারণ
Asansol: প্রাথমিক ধারণা ঋণের বোঝা বহন করতে না পেরে মা যুথিকা দাসকে ও পোষ্য কুকুর দের বিষ খাইয়ে হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেছিলেন অরবিন্দ। অরবিন্দ ওরফে পুষান জেলা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

আসানসোল: বন্ধ ঘর থেকে উদ্ধার বৃদ্ধার মৃতদেহ ও সঙ্গে তিনটি পোষ্য কুকুরের নিথর শরীর। বৃদ্ধার একমাত্র ছেলেকেও উদ্ধার করা হয় অচৈতন্য অবস্থায়। ছেলের হাতের শিরা কাটা। যা দেখে পুলিশের প্রাথমিক অনুমান ছেলে তাঁর বৃদ্ধা মা ও তিনটি কুকুরকে বিষ খাইয়ে মেরে আত্মহত্যার চেষ্টা করেছেন যুবক। সোমবার রাতে ভয়ঙ্কর ঘটনা আসানসোল দক্ষিণ থানার রাসডাঙা এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম যুথিকা দাস (৭৫)। তাঁর একমাত্র অবিবাহিত ছেলে অরবিন্দ দাস ওরফে পুষান। বছর পঁয়তাল্লিশের ওই যুবকের বাড়িতে ছিল তিনটি পোষ্য কুকুর।
প্রাথমিক ধারণা ঋণের বোঝা বহন করতে না পেরে মা যুথিকা দাসকে ও পোষ্য কুকুর দের বিষ খাইয়ে হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেছিলেন অরবিন্দ। অরবিন্দ ওরফে পুষান জেলা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। জানা গেছে, যুথিকা ও পুষানের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। তাঁদের ওপর ঋণের বোঝা ছিল। তাঁরা তাঁদের বাড়িটি একটি আর্থিক প্রতিষ্ঠানের কাছে বন্ধক রেখেছিলেন। আত্মহত্যার চেষ্টার আগে পুষান তাঁর এক বন্ধুর কাছে হোয়াটসঅ্যাপে একটি নোট পাঠিয়েছিলেন, যেখানে তিনি তিন-চারজনের নাম উল্লেখ করেছেন।
আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সোমবার সকাল থেকেই দাস পরিবারের বাড়ির দরজা বন্ধ ছিল। সন্দেহ হওয়ায় স্থানীয় বাসিন্দারা থানায় খবর দেন। পুলিশ সোমবার রাতে গিয়ে ঘরের ভিতরে যুথিকার দেহ উদ্ধার করে। তাঁর ছেলে পুষানকে আশঙ্কাজনক অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, দাস পরিবারের সঙ্গে তাঁদের নীচতলার ভাড়াটিয়ার জমি সংক্রান্ত এবং লেনদেন সংক্রান্ত বিবাদ চলছিল। সেই নিয়ে মানসিক চাপে ছিলেন অরিন্দম । এই ঘটনার পর ভাড়াটিয়া নিলাম বার্নয়ালকে আটক করেছে পুলিশ।

