BCCL: ক্ষতিপূরণ না দিয়েই কয়লা উত্তোলনের চেষ্টা, জমি দাতাদের প্রশ্নের মুখে বিসিসিএল

Asansol: বিসিসিএল কর্তৃপক্ষ বলেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে।

BCCL: ক্ষতিপূরণ না দিয়েই কয়লা উত্তোলনের চেষ্টা, জমি দাতাদের প্রশ্নের মুখে বিসিসিএল
জমিদাতাদের প্রশ্নের মুখে বিসিসিএল (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 08, 2021 | 5:51 PM

আসানসোল : জমি হারাদের ক্ষতিপূরণ না দিয়েই কয়লা উত্তোলনের চেষ্টার অভিযোগ উঠল বিসিসিএল কর্তৃপক্ষের বিরুদ্ধে। কুলটির (kulti) দামাগরিয়া খোলামুখ খনিতে এরকম অভিযোগ উঠল মঙ্গলবার। দুর্গাপুজোর আগে থেকেই দামাগরিয়া খোলামুখ কয়লাখনির কয়লা উৎপাদনের কাজ বন্ধ করেছেন জমিদাতারা। অভিযোগ খনি কর্তৃপক্ষ জমিদাতাদের জমি কেটে কয়লা উত্তোলন করে নেওয়ার পরে কোনও ক্ষতিপূরণ বা সরকারি নিয়মে বা চাকরি ক্ষতিগ্রস্থ জামিদাতারা পাননি। এই দাবিকে সামনে রেখেই এদিন খোলামুখ কয়লা খনির কয়লা উত্তোলনের কাজ বন্ধ করে দেন জমিদাতারা।

জমিদাতাদের পক্ষে অনির্বান লায়েক বলেন, “আমাদের সঙ্গে আলোচনা না করেই সিআইএসএফ (CISF)নামিয়ে কয়লা উত্তোলনের কাজ শুরু করার চেষ্টা করেছিল বিসিসিএল (BCCL) কর্তৃপক্ষ। খনিতে মেশিন ও যানবাহন নামিয়ে দেওয়া হয়েছিল। বিক্ষোভের জেরে তারা কাজ বন্ধ করতে বাধ্য হন।”

জমিহারাদের দাবি, চাকরিতে নিয়োগের ফাইল যাদের ঠিক আছে তাঁদের অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যাদের জমিতে কাজ শুরু হয়েছে সেই জমিদাতাদের জমি রেজিস্ট্রি করতে হবে। এদিন বিক্ষোভের জেরে কাজ বন্ধ হয়ে যায়। বিসিসিএল কর্তৃপক্ষ বলেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে।

এদিকে, জেলায় আজই শুটআউটের ঘটনা ঘটেছে। অনলাইন কোচিং ক্লাসের মধ্যেই দিনেদুপুরে চলল গুলি! শুটআউটের (Shootout) জেরে গুরুতর জখম হলেন এক ভিনরাজ্যের যুবক। জানা গিয়েছে ওই যুবকই অনলাইন ক্লাস করাচ্ছিলেন। গুলির ঘটনায় সন্দেহভাজন স্থানীয় এক যুবককেই আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানিয়েছেন, গুলিবিদ্ধ ওই যুবক দেওঘরের বাসিন্দা। তিনি তাঁর আরও চার সঙ্গী বাড়ি ভাড়া নিয়ে ওই এলাকায় থাকতেন। মূলত, উঁচু ক্লাসের কোচিং ক্লাস বা অনলাইন ক্লাস করাতেন সোনু সিং নামের ওই যুবক। মূলত উঁচু ক্লাসের পড়ুয়াদের অনলাইনে পড়াতেন সোনু। বুধবারও একইভাবে ক্লাস করাচ্ছিলেন।  সেইসময় জিতু সওয়ার নামে স্থানীয় এক যুবক আচমকা এসে বিবাদ শুরু করে। দু’জনের মধ্যে বচসা শুরু হয়। এরপর আচমকাই সোনুকে গুলি করেন জিতু। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন সোনু।

এদিকে গুলির আওয়াজ পেয়ে ছুটে আসেন এলাকাবাসী। তাঁরাই গুলিবিদ্ধ সোনুকে উদ্ধার করে প্রথমে জেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে তাঁর অবস্থার ক্রমশ অবনতি হলে সোনুকে নিয়ে যাওয়া হয় দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে। সেখানেই আপাতত চিকিত্‍সাধীন তিনি। তবে চিকিত্‍সকেরা জানিয়েছেন, এখনও কথা বলার মতো পরিস্থিতিতে নেই সোনু।

আরও পড়ুন: CDS Bipin Rawat: লাল ফৌজকে কড়া জবাব থেকে রাষ্ট্রপুঞ্জের কঙ্গো অভিযান… সমরকুশলী রাওয়াত