কালনা: আলু চাষ (Potato Farming) করে মাথায় চেপে বসেছিল ঋণের বোঝা। শেষ পর্যন্ত পাওনাদারদের টাকা শোধ না করতে পেরে ভুগছিলেন অবসাদে। শেষ পর্যন্ত গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক ভাগ চাষী। ঘটনাটি ঘটেছে কালনার(Kalna) সুলতানপুর পঞ্চায়েতের কাশিমপুর এলাকায়। মৃত চাষির নাম বাপি পোরেল (২৭)। শুক্রবার ভোরে তার ঘর থেকে ঝুলন্ত মৃত দেহ উদ্ধার হয়। ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ঋণের জ্বালাতেই আত্মহত্যা (Suicide) করেছেন ওই কৃষক।
সূত্রের, অন্যের জমিতেই ভাগ চাষ করে সংসার চালাত বাপি। এবারেও ধারদেনা করে ভাগের জমিতে আলু চাষ করে সে। কিন্তু, লাভ তো দূর, যে টাকা খরচ হয়েছিল তাও উঠে আসেনি। উল্টে চেপে বসেছিল বড় ঋণের বোঝা। এমনটাই জানাচ্ছে বাপির বাড়ির সদস্যরা। এদিকে এবারে আলু চাষে বড় লোকসানের মুখোমুখি হওয়ায় প্রায়শই বাড়িতে হত অশান্তি। এমনকী স্ত্রীর সঙ্গেও লাগত ঝামেলা। তাতেই বিগত কয়েকদিন ধরে অবসাদে ভুগছিলেন ওই যুবক। কিন্তু, তার জেরে একেবারে যে আত্মহত্যার পথ বেছে নেবেন তিনি তা কিছুতেই ভাবতে পারছেন না বাপির আত্মীয়-পরিজনরা। এ ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা এলাকাতেই।
খবর পাওয়া মাত্রই বাপির মৃতদেহ উদ্ধার করে আনা হয় কালনা মহকুমা হাসপাতালে। সূত্রের খবর, এবারে ধারদেনা করে এবারে ঠিকা নিয়ে দু বিঘা জমিতে আলু চাষ করেছিলেন বাপি। তবে ঠিক মতো আলুর ফলন হয়নি। অন্যদিকে পাওনাদারেরা চাপ দিচ্ছিল টাকার জন্য। এ নিয়ে স্ত্রীর সঙ্গে বিগত কয়েকদিন ধরে লাগাতার অশান্তিও হয় বলে খবর। এরপরই ঘরে ঢুকে গতকাল গলায় দড়ি দিয়ে দেয় বাপি, এমনটাই খবর পরিবার সূত্রে। এ ঘটনায় তীব্র শোকের ছায়া নেমেছে পরিবারেও।