Asansol: TMC নেতাকে সংবর্ধনা CBI চার্জশিটে নাম থাকা কয়লা ‘মাফিয়া’-র! বিতর্ক
Asansol: জামুড়িয়ার দামোদপুরে একটি গণ বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার ব্যানারে। সেই ব্যানারে একমাত্র ছবি ছিল এই সোদ্রুদ্দিনের। জানা গেছে ওই গণবিবাহ অনুষ্ঠানের আয়োজক ওই কয়লা মাফিয়া।
আসানসোল: মঙ্গলবার সিবিআই কোর্টে কয়লা কান্ডের চূড়ান্ত চার্জ গঠনের দিন। ঠিক তার একদিন আগেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চার্জশিটে নাম থাকা এক কয়লা ‘মাফিয়া’-কে দেখা গেল পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতিকে সংবর্ধনা জানাতে। জামুরিয়ায় একটি গণবিবাহ অনুষ্ঠানের মঞ্চে পশ্চিম বর্ধমানের জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরিকে ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানালেন কয়লা কান্ডে অন্যতম অভিযুক্ত শেখ সদ্রুদ্দিন ওরফে সদু। আর এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
মঙ্গলবার কয়লাকান্ডের চুড়ান্ত চার্জ গঠনের দিন। মোট ৪৮ জন অভিযুক্তের নামে চার্জশিট জমা করেছে সিবিআই। সিবিআইয়ের এই চার্জশিটে নাম আছে জামুরিয়ার কয়লা মাফিয়া শেখ সদ্রুদ্দিন ওরফে সদুর। জামুড়িয়া এলাকায় ‘কুখ্যাত কয়লা মাফিয়া’ বলেই পরিচিত এই সদু। প্রশ্ন উঠেছে এই সদুর অনুষ্ঠানে কেন গেলেন সভাধিপতি?
জামুড়িয়ার দামোদপুরে একটি গণ বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার ব্যানারে। সেই ব্যানারে একমাত্র ছবি ছিল এই সোদ্রুদ্দিনের। জানা গেছে ওই গণবিবাহ অনুষ্ঠানের আয়োজক ওই কয়লা মাফিয়া। ওই অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন পশ্চিম বর্ধমান জেলার সভাধিপতি বিশ্বনাথ বাউরি ও তাঁর স্ত্রী প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউরি। তাঁদের সংবর্ধনা জানানো হয়।
বিষয়টি নিয়ে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সম্পাদক অভিজিৎ রায়ের অভিযোগ, “তৃণমূল মানেই কয়লা চোর, বালি চোর। জেলা পরিষদের সভাধিপতিকে কয়লা মাফিয়া সদু ফুলের তোড়া দিচ্ছে এ আর নতুন কী? এটাই তো চরিত্র ওদের।” অন্যদিকে, বিষয়টি নিয়ে রাজ্য তৃণমূল নেতা ভি শিবদাশন দাশু জানান, “আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। বিশ্বনাথ বাউরি কেন ফুল নিয়েছেন, সেটা উনিই বলতে পারবেন। তবে বিরোধীদের কাজ সমালোচনা করা। তাই কে কী বলল আমরা অত মনে রাখি না।”