Durgapur: বাড়িতে ঢুকে বিজেপির মহিলা কর্মীর ওপর ‘হামলা’
Durgapur: বুধবার দুপুরে নিউটাউনসিপ থানায় বিধাননগর ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা। বিজেপির সাংগঠনিক জেলার সহ সভাপতি মনীষা সিকদারের অভিযোগ, মঙ্গলবার তৃণমূলের কিছু দুষ্কৃতীরা বিজেপি কর্মীর বাড়ি ঢুকে হামলা চালায় এবং তাঁকে মারধরও করে।
দুর্গাপুর: বাড়িতে ঢুকে বিজেপির মহিলা কর্মীর ওপর হামলার অভিযোগ। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ২৭ নম্বর ওয়ার্ডের নিউ স্টেট ডাইরির কাছে। আক্রান্ত বিজেপি কর্মীর নাম ঝুমা চক্রবর্তী। আক্রান্তকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপির পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়। পুলিশের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ার অভিযোগ।
বুধবার দুপুরে নিউটাউনসিপ থানায় বিধাননগর ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা। বিজেপির সাংগঠনিক জেলার সহ সভাপতি মনীষা সিকদারের অভিযোগ, মঙ্গলবার তৃণমূলের কিছু দুষ্কৃতীরা বিজেপি কর্মীর বাড়ি ঢুকে হামলা চালায় এবং তাঁকে মারধরও করে। তিনি এখন দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ২৪ ঘণ্টা পেরিয়ে যাবার পরেও পুলিশের কোনও সদর্থক ভূমিকা দেখতে পাওয়া যায়নি। এদিন পুলিশকে ৪৮ ঘণ্টার মধ্যে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানায় বিজেপি।
তৃণমূলের জেলা সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় বিজেপির সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, এর পিছনে অন্য কোনও কারণ থাকতে পারে। এর পিছনে পুরনো কোনও শত্রুতাও থাকতে পারে।