Rohit Sharma Retirement: রোহিত শর্মার ভবিষ্যৎ পরিষ্কার, সিডনিতেই ঘোষণার অপেক্ষা!

India vs Australia New Year Test Day 1: রোহিত শর্মা কি একাদশে রয়েছেন? এই প্রশ্নেও বলেছিলেন, এখনও ঠিক করেননি। ম্যাচের আগে 'পিচ' দেখে সিদ্ধান্ত নেবেন। পিচের সঙ্গে রোহিতের খেলার কী সম্ভাবনা ছিল! তিনি তো আর পেসার কিংবা স্পিনার নন! চিত্রটা পরিষ্কার হয়ে গেল টসেই।

Rohit Sharma Retirement: রোহিত শর্মার ভবিষ্যৎ পরিষ্কার, সিডনিতেই ঘোষণার অপেক্ষা!
Image Credit source: PTI FILE
Follow Us:
| Updated on: Jan 03, 2025 | 5:59 AM

দেওয়াল লিখন আগেই দেখেছিলেন। তাতে সিলমোহর পড়ল সিডনি টেস্টেই। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসেছিলেন কোচ গৌতম গম্ভীর। সাধারণত ম্যাচের আগের দিন ক্যাপ্টেন আসেন। গম্ভীরকে দেখে প্রশ্ন করা হয়, ক্যাপ্টেন কোথায়! কোচের পরিষ্কার জবাব ছিল, হেড কোচ রয়েছে এটাই যথেষ্ট নয়? রোহিত শর্মা কি একাদশে রয়েছেন? এই প্রশ্নেও বলেছিলেন, এখনও ঠিক করেননি। ম্যাচের আগে ‘পিচ’ দেখে সিদ্ধান্ত নেবেন। পিচের সঙ্গে রোহিতের খেলার কী সম্ভাবনা ছিল! তিনি তো আর পেসার কিংবা স্পিনার নন! চিত্রটা পরিষ্কার হয়ে গেল টসেই।

অস্ট্রেলিয়ার মাটিতে চার সুপারস্টারের শেষ সিরিজ হতে পারে, এমনটা আগেই ঠিক ছিল। অশ্বিন নিজে থেকেই সরে দাঁড়িয়েছেন। রোহিত শর্মাও সিডনি টেস্ট শেষেই হয়তো ঘোষণা করে দেবেন। টসে অবশ্য জসপ্রীত বুমরাকে প্রশ্ন করার আগেই বলে দেন, ‘ক্যাপ্টেন এই ম্যাচে বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছেন’। বাদ কথাটা শুনতে খারাপ লাগে বলেই হয়তো। সামনে রইল শুধুই চ্যাম্পিয়ন্স ট্রফি। এরপর হয়তো পুরোপুরি আন্তর্জাতিক ক্রিকেটে প্রাক্তন হয়ে যাবেন রোহিত।

ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ হোক বা অস্ট্রেলিয়ায় গত তিন টেস্ট। ব্যাট হাতে ভরসা দিতে পারেননি রোহিত শর্মা। টেস্টে ভারতের সামনে কোনও হোম সিরিজ নেই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনিশ্চিত। তাতে ভারত উঠলেও রোহিত থাকবেন না, এটুকু নিশ্চিত। দ্বিপাক্ষিক সিরিজের ক্ষেত্রে বলা যায়, টেস্ট ক্রিকেটে পরবর্তী সিরিজ ইংল্যান্ড সফর। সেখানে পাঁচ ম্যাচের সিরিজ। ঘরের মাঠে টেস্ট থাকলে হয়তো রোহিতের ফেরার একটা সম্ভাবনা ছিল। আপাতত নয়।

এই খবরটিও পড়ুন

রোহিত শর্মা কি আগেই অবসর ঘোষণা করতে পারতেন? সম্ভাবনা ছিল, সিডনিতে খেলেই ঘোষণা করবেন। কারণ, অশ্বিনের অবসর ঘোষণার সাংবাদিক সম্মেলনেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। সিডনিতে খেলছেন না। এমন পরিস্থিতিতে ঘোষণা করা ঠিক হবে না। অন্তত অফিসিয়াল ক্যাপ্টেনের জন্য তা খারাপ দেখায়। ম্যাচ শেষে যে ঘোষণা করে দিতে চলেছেন বলাই যায়। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে হয়তো খেলবেন। ওয়ান ডে ফরম্যাটে সেই টুর্নামেন্ট খেলে হয়তো সব ফরম্যাটকেই বিদায়।