দুর্গাপুর: ঢাকের আওয়াজ। আলোকিত শহর থেকে গ্রাম। পুজোর আমেজে রাজ্যবাসী। আর এই আবহে রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে টিভি৯ বাংলার পুজোয় পালস ট্যাবলো। সেই ট্যাবলো ঘিরে মানুষের উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। একইসঙ্গে টিভি৯ বাংলার পুজোয় পালসের তরফে রাজ্যের বিভিন্ন প্রান্তে মৃৎশিল্পীদের সম্মানিত করা হচ্ছে। দুর্গাপুরে পুজোয় পালস সম্মানিত করল সেখানকার বিখ্যাত মৃৎশিল্পী অরুণ পালকে। টিভি৯ বাংলার পুজোয় পালসের কাছ থেকে এই সম্মান পেয়ে উচ্ছ্বসিত তিনি।
দুর্গাপুরের বেনাচিতির বাসিন্দা অরুণ পাল। তাঁর বাবা সুবল পাল ছিলেন শহরের নামী মৃৎশিল্পী। ছোট থেকেই বাবার কাছে প্রতিমা গড়া শেখেন অরুণবাবু। এখন তিনি দুর্গাপুর শহরের একজন বিখ্যাত মৃৎশিল্পী। বিভিন্ন মণ্ডলে তাঁর তৈরি প্রতিমা দেখা যায়। দর্শনার্থীরা মুগ্ধ হয়ে সেইসব প্রতিমা দেখেন।
বাবার দেখানো পথেই কি এই পেশায় আসা? অরুণবাবু বলেন, “ছোট থেকেই বাবার কাছে প্রতিমা গড়া শিখেছি। বাবার নাম জীবিত রাখতেই এই পেশায় এসেছি। শিল্পীর নাম শিল্পের মধ্যেই থাকে। শিল্প চলে গেল মানে শিল্পীও আর রইল না।” তাঁর তৈরি প্রতিমা বহুবার সেরার সম্মান পেয়েছে। তিনি বলেন, এই সম্মানের জন্যই তিনি এখন প্রতিমা গড়ে চলেছেন। টিভি৯ বাংলার পুজোয় পালসের সম্মান পেয়ে তিনি অভিভূত বলে জানালেন। প্রসঙ্গত, টিভি৯ বাংলার পুজোয় পালস এবার দ্বিতীয় বর্ষে পা দিয়েছে।
দুর্গাপুর: ঢাকের আওয়াজ। আলোকিত শহর থেকে গ্রাম। পুজোর আমেজে রাজ্যবাসী। আর এই আবহে রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে টিভি৯ বাংলার পুজোয় পালস ট্যাবলো। সেই ট্যাবলো ঘিরে মানুষের উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। একইসঙ্গে টিভি৯ বাংলার পুজোয় পালসের তরফে রাজ্যের বিভিন্ন প্রান্তে মৃৎশিল্পীদের সম্মানিত করা হচ্ছে। দুর্গাপুরে পুজোয় পালস সম্মানিত করল সেখানকার বিখ্যাত মৃৎশিল্পী অরুণ পালকে। টিভি৯ বাংলার পুজোয় পালসের কাছ থেকে এই সম্মান পেয়ে উচ্ছ্বসিত তিনি।
দুর্গাপুরের বেনাচিতির বাসিন্দা অরুণ পাল। তাঁর বাবা সুবল পাল ছিলেন শহরের নামী মৃৎশিল্পী। ছোট থেকেই বাবার কাছে প্রতিমা গড়া শেখেন অরুণবাবু। এখন তিনি দুর্গাপুর শহরের একজন বিখ্যাত মৃৎশিল্পী। বিভিন্ন মণ্ডলে তাঁর তৈরি প্রতিমা দেখা যায়। দর্শনার্থীরা মুগ্ধ হয়ে সেইসব প্রতিমা দেখেন।
বাবার দেখানো পথেই কি এই পেশায় আসা? অরুণবাবু বলেন, “ছোট থেকেই বাবার কাছে প্রতিমা গড়া শিখেছি। বাবার নাম জীবিত রাখতেই এই পেশায় এসেছি। শিল্পীর নাম শিল্পের মধ্যেই থাকে। শিল্প চলে গেল মানে শিল্পীও আর রইল না।” তাঁর তৈরি প্রতিমা বহুবার সেরার সম্মান পেয়েছে। তিনি বলেন, এই সম্মানের জন্যই তিনি এখন প্রতিমা গড়ে চলেছেন। টিভি৯ বাংলার পুজোয় পালসের সম্মান পেয়ে তিনি অভিভূত বলে জানালেন। প্রসঙ্গত, টিভি৯ বাংলার পুজোয় পালস এবার দ্বিতীয় বর্ষে পা দিয়েছে।