Subodh Singh: ‘পুলিশ অপদার্থ, ক্রাইম কন্ট্রোল করতে পারছে না’, জেলে থেকেও তেজ কমছে না গ্যাংস্টার সুবোধের

Asansol: আদালত চত্বর থেকে বের হওয়ার সময় বিস্ফোরক মন্তব্য কুখ্যাত গ্যাংস্টারের। প্রিজন ভ্যানে উঠতে উঠতে সুবোধ বলে, 'আমি ছয় বছর ধরে জেলে আছি। অকারণে আমাকে ফাঁসাচ্ছে। পুলিশের কোনও কাজ নেই, এরা অপদার্থ, বাংলায় ক্রাইম কন্ট্রোল করতে পারছে না। তাই নিজেদের অপদার্থতার জন্য আমার উপর সব দায় চাপাচ্ছে।'

Subodh Singh: 'পুলিশ অপদার্থ, ক্রাইম কন্ট্রোল করতে পারছে না', জেলে থেকেও তেজ কমছে না গ্যাংস্টার সুবোধের
সুবোধ সিংImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 30, 2024 | 4:47 PM

আসানসোল: বিহারের বেউর জেলে বন্দি কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংকে নিজেদের হেফাজতে চাইছে সিআইডি। ২০২২ সালে রানিগঞ্জের এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি ও অপহরণের চেষ্টার অভিযোগের তদন্তেই সুবোধকে নিজেদের হেফাজতে চাইছেন রাজ্যের গোয়েন্দারা। রবিবার সেই মতো বিহার পুলিশের টিম আসানসোল আদালতে নিয়ে আসে সুবোধকে। আদালত চত্বর থেকে বের হওয়ার সময় বিস্ফোরক মন্তব্য কুখ্যাত গ্যাংস্টারের। প্রিজন ভ্যানে উঠতে উঠতে সুবোধ বলে, ‘আমি ছয় বছর ধরে জেলে আছি। অকারণে আমাকে ফাঁসাচ্ছে। পুলিশের কোনও কাজ নেই, এরা অপদার্থ, বাংলায় ক্রাইম কন্ট্রোল করতে পারছে না। তাই নিজেদের অপদার্থতার জন্য আমার উপর সব দায় চাপাচ্ছে।’

উল্লেখ্য, আসানসোল আদালতের নির্দেশ ছিল ৩ তারিখের মধ্যে বিহারের বেউর জেল থেকে আদালতে নিয়ে আসতে হবে সুবোধকে। সেই মতো রবিবার সুবোধকে নিয়ে আসা হয় আসানসোল আদালতে। কিন্তু মামলাটি যেহেতু এডিজে ওয়ানের এজলাসে রয়েছে, তাই বিশেষ আদালতে এদিন সেটির শুনানি হয়নি। আসানসোল বিশেষ আদালতে সুবোধকে পেশ করা হলে বিচারক অভিযুক্তের একদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। আগামিকাল ফের সুবোধকে পেশ করা হবে আসানসোল এডিজে ওয়ানের এজলাসে।

রাজ্যের গোয়েন্দা সূত্রে খবর, রানিগঞ্জের সোনার দোকানে ডাকাতির ঘটনায় মাস্টার মাইন্ড এই সুবোধ সিং। ২০২২ সালে রানিগঞ্জের স্বর্ণ ব্যবসায়ী সুন্দর ভালোটিয়ার বাড়িতে ডাকাতি ও তাঁকে অপহরনের চেষ্টা করেছিল ডাকাত দল। চলেছিল গুলির লড়াই। তিনজন গুলিবিদ্ধ হয়েছিল। ওই ঘটনায় ধৃত চার ডাকাতকে জিজ্ঞাসাবাদ করে সুবোধের নাম উঠে আসে। জানা যাচ্ছে সেই মামলার তদন্তেই সুবোধকে নিজেদের হেফাজতে নিয়ে চাইছে সিআইডি।