Locket Chatterjee: ফের কেন্দ্র উদ্বোধন করবে কামারকুণ্ডু ব্রিজ! লকেটের কটাক্ষ, ‘নিজের বাড়ির সম্পত্তি মনে করেছিলেন মুখ্যমন্ত্রী’

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 06, 2022 | 5:10 PM

Locket Chatterjee: মমতা বন্দ্যোপাধ্যায় যখন উড়ালপুল উদ্বোধন করতে সিঙ্গুরে গিয়েছেন, তখন সোশ্যাল মিডিয়ায় লকেট উল্লেখ করেছেন, যিনি নিজেই সর্বক্ষণ 'ফেডারাল স্ট্রাকচার'-এর কথা বলেন, তিনিই এ ভাবে কেন্দ্রীয় সরকারের কোনও প্রতিনিধিকে আমন্ত্রণ না জানিয়ে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় আঘাত করছেন।

Locket Chatterjee: ফের কেন্দ্র উদ্বোধন করবে কামারকুণ্ডু ব্রিজ! লকেটের কটাক্ষ, নিজের বাড়ির সম্পত্তি মনে করেছিলেন মুখ্যমন্ত্রী’
ফাইল ছবি

Follow Us

আসানসোল: “কামারকুণ্ডু ব্রিজটা মুখ্যমন্ত্রী নিজের বাড়ির সম্পত্তি মনে করেছেন মুখ্যমন্ত্রী। তাই একাই গিয়ে উদ্বোধন করেছেন।” আসানসোলের সাংবাদিক বৈঠকে কামারকুণ্ডু ব্রিজের উদ্বোধন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। গত শুক্রবারই কামারকুণ্ডু ব্রিজের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকল্পে রাজ্যের ‘একাকী’ উদ্বোধনের প্রথাকে কটাক্ষ করেছে কেন্দ্র। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন উড়ালপুল উদ্বোধন করতে সিঙ্গুরে গিয়েছেন, তখন সোশ্যাল মিডিয়ায় লকেট উল্লেখ করেছেন, যিনি নিজেই সর্বক্ষণ ‘ফেডারাল স্ট্রাকচার’-এর কথা বলেন, তিনিই এ ভাবে কেন্দ্রীয় সরকারের কোনও প্রতিনিধিকে আমন্ত্রণ না জানিয়ে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় আঘাত করছেন।

লকেট দাবি করেছেন, এই প্রকল্পে ৬০ শতাংশ টাকা দিয়েছে কেন্দ্র। রেল দিয়েছে ১৩.৩৫ কোটি টাকা, আর রেলের অধীন ফ্রেট কর্পোরেশন অব ইন্ডিয়া দিয়েছে আরও ১৩.৩৫ কোটি টাকা। অন্যদিকে, রাজ্য সরকার দিয়েছে ১৮.১৬ কোটি টাকা।

লকেটের অভিযোগ, “মুখ্যমন্ত্রী আসলে মানুষকে ভুল বোঝাতে চাইছেন। তিনি এমন একটা ভাব করছেন, যেন একটা রাজ্যই করেছে। যেন এটা তাঁর নিজের বাড়ির সম্পত্তি।”

লকেট আসানসোলের সাংবাদিক সম্মেলনে জানান, কেন্দ্রের প্রতিনিধি হিসাবে একাধিকবার ব্রিজ উদ্বোধনের তারিখ নির্ধারিত করা হয়েছিল। কেন্দ্রের নির্দেশ ছিল, রাজ্যকে সঙ্গে নিয়েই এই ব্রিজটি উদ্বোধন করতে। কিন্তু রাজ্য কেন্দ্রের নির্ধারিত তারিখ বারবার বাতিল করেছে। এরপর কেন্দ্র ও রেলকে কিছু না জানিয়েই একা উদ্বোধন করে এসেছেন।

লকেট জানিয়েছেন, ১০ জুন আবারও কেন্দ্রের তরফ থেকে কামারকুণ্ডু ব্রিজটা উদ্বোধন করা হবে। তিনি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থাকবেন সেই অনুষ্ঠানে। রেলের প্রতিনিধিদেরও থাকার সম্ভাবনা রয়েছে।

Next Article