DYFI Brigade: মেয়ের বক্তৃতা শুনতে আসানসোল থেকে ব্রিগেডে মীনাক্ষীর মা

DYFI Brigade: তবে মীনাক্ষী মুখোপাধ্যায়ের মা পারুল মুখোপাধ্যায়ের কিন্তু আলাদা একটি পরিচয়ও রয়েছে। তিনি পশ্চিম বর্ধমানের মহিলা জেলা কমিটির সদস্য। ব্রিগেডে মেয়ে যে মূল বক্তা তাতে গর্ব অনুভব করছেন পারুল মুখোপাধ্যায়। বলেছেন, "লড়াইয়ে ময়দান মেয়ে পেয়েছে। আর ওকে সাহায্য করতে লক্ষ-লক্ষ মীনাক্ষী দাঁড়িয়ে রয়েছে। সিপিএম-এর সকলে ওর পাশে আছে।"

DYFI Brigade: মেয়ের বক্তৃতা শুনতে আসানসোল থেকে ব্রিগেডে মীনাক্ষীর মা
মীনাক্ষী মুখোপাধ্যায়ের মা পারুল মুখোপাধ্যায়Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 07, 2024 | 12:38 PM

আসানসোল: মেয়ে মীনাক্ষী মুখোপাধ্যায় তথা ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক রবিবার বামেদের ব্রিগেডের প্রধান মুখ। আজ তাঁর বার্তা শুনবেন সেখানে উপস্থিত হাজার-হাজার মানুষ। নিজের মেয়ের সেই বক্তৃতা কি মিস করতে পারেন তাঁর মা-বাবা? তাই সকাল সকালই আসানসোল থেকে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মীনাক্ষীর মা ও বাবা। কোল্ডফিল্ড এক্সেপ্রেসে চড়ে হাওড়া আসছেন তাঁরা। তারপরই রওনা দেবেন ব্রিগেডের উদ্দেশ্যে।

তবে মীনাক্ষী মুখোপাধ্যায়ের মা পারুল মুখোপাধ্যায়ের কিন্তু আলাদা একটি পরিচয়ও রয়েছে। তিনি পশ্চিম বর্ধমানের মহিলা জেলা কমিটির সদস্য। ব্রিগেডে মেয়ে যে মূল বক্তা তাতে গর্ব অনুভব করছেন পারুল মুখোপাধ্যায়। বলেছেন, “লড়াইয়ে ময়দান মেয়ে পেয়েছে। আর ওকে সাহায্য করতে লক্ষ-লক্ষ মীনাক্ষী দাঁড়িয়ে রয়েছে। সিপিএম-এর সকলে ওর পাশে আছে।”

যদিও, মেয়ে যে ‘ক্যাপ্টেন’ তা মানতে চাইছেন না বাবা-মা। মেয়ে শুধু লিডার। একজন সাধারণ কর্মীর দায়িত্বই পালন করছেন তিনি জানিয়েছেন তাঁর নেত্রী মা-বাবা। মীনাক্ষীর মুখেও একই কথা। দলের নীতি, আদর্শই শেষ কথা। এখানে আলাদা করে ব্যক্তি বিশেষের কোনও গুরুত্ব নেই বরাবর দাবি করেছেন নেত্রী।