Monalisa Das: বিশ্ববিদ্যালয়ের কনফারেন্সের বক্তা তালিকা থেকে বাদ পার্থ ঘনিষ্ঠ মোনালিসা দাসের নাম

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Jul 30, 2022 | 10:53 PM

ইডি-র হাতে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতারি পর পার্থ ঘনিষ্ঠ হিসাবে উঠে এসেছিল মোনালিসার নাম।

Monalisa Das: বিশ্ববিদ্যালয়ের কনফারেন্সের বক্তা তালিকা থেকে বাদ পার্থ ঘনিষ্ঠ মোনালিসা দাসের নাম
বক্তা তালিকা থেকে বাদ মোনালিসা

Follow Us

আসানসোল: দুই দিন ব্যাপী একটি আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করেছে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। সেই কনফারেন্সে বক্তাদের তালিকায় ছিল পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অধ্যাপিকা মোনালিসা দাসের নাম। কিন্তু পার্থের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ২টি ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার। ইডি-র হাতে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতারি পর পার্থ ঘনিষ্ঠ হিসাবে উঠে এসেছিল মোনালিসার নাম। তাঁর নামে থাকা হিসাব বহির্ভূত সম্পত্তি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর পরই ওই কনফারেন্সের বক্তা তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে মোনালিসার নাম। যদিও এ ব্যাপারে কোনও মন্তব্য করতে রাজি হননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে মোনালিসারও কোনও বক্তব্য পাওয়া যায়নি।

২৯ ও ৩০ জুলাই কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে হয়েছে ওই আন্তর্জাতিক সেমিনার। কবি নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা ছিল কনফারেন্সের আলোচিত বিষয়। সেই কনফারেন্সে বক্তাদের তালিকায় চিফ অ্যাডভাইজার হিসেবে নাম ছিল অধ্যাপিকা মোনালিসা দাসের। কিন্তু তিন দিন আগেই আচমকাই সেই বক্তাদের তালিকা বদলে যায়। তালিকা ও গেস্ট কার্ড থেকে বাদ যায় মোনালিসার  নাম ও ছবি।

নতুন করে বক্তাদের তালিকার বুকলেট প্রিন্ট করে আনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যদিও মোনালিসা দাসের নাম বাদ যাও নিয়ে মুখে কুলুপ এঁটেছেন কনফারেন্সের কর্মকর্তারা। এমনকি বাংলাদেশ থেকেও যে বক্তারা এসেছেন তাঁদের দাবি, তাঁরা মোনালিসা দাসকে চেনেন না। তাঁরা বিদ্রোহী কবি নিয়ে এখানে চর্চা করতে এখানে এসেছেন।

Next Article