Durgapur: ‘স্যার আপনাকে ডাকছেন’, ‘পুলিশের’ কাছে যেতেই হাতে দেয় একটা কাগজ, লক্ষাধিকের সম্পত্তি খোয়ালেন ইস্পাতকর্মী

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 08, 2021 | 7:56 AM

Durgapur: তাঁর বয়ান অনুযায়ী, আনুমানিক বছর তিরিশের লম্বাটে এক যুবক রাস্তার অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে দেখিয়ে বলেন, 'স্যার আপনাকে ডাকছেন।'

Durgapur: স্যার আপনাকে ডাকছেন, পুলিশের কাছে যেতেই হাতে দেয় একটা কাগজ, লক্ষাধিকের সম্পত্তি খোয়ালেন ইস্পাতকর্মী
দুর্গাপুরে সোনার চেন ছিনতাই (ফাইল ছবি)

Follow Us

দুর্গাপুর: পুলিশ সেজে তল্লাশির নামে ছিনতাই। দুর্গাপুরের (Durgapur) বেনাচিতি বাজার এলাকায় চাঞ্চল্য। প্রায় আড়াই লক্ষ টাকার সোনার চেন ও আঙটি খোয়ালেন দুর্গাপুর ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত কর্মী তুষার সরকার।

জানা গিয়েছে, বৃহস্পতিবার মোবাইল মেরামতির জন্য বেনাচিতি বাজারে গিয়েছিলেন ইস্পাত নগরীর গুরুনানক রোডের বাসিন্দা তুষার সরকার। অভিযোগ, বেনাচিতি বাজারের ঘোষ মার্কেটের কাছে মোবাইলের দোকানে কর্মী না থাকায় ম্যানেজার তুষারকে বাজারে অন্য কাজ সেরে আসতে বলেন।

সেই মতো তুষার বাবু বাইরে বেরিয়ে অন্য কাজে যাচ্ছিলেন। তাঁর বয়ান অনুযায়ী, আনুমানিক বছর তিরিশের লম্বাটে এক যুবক রাস্তার অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে দেখিয়ে বলেন, ‘স্যার আপনাকে ডাকছেন।’ ওই ব্যক্তির কাছে যান তুষার।

তুষারের দাবি, ওই ব্যক্তি নিজেকে পুলিশ বলে পরিচয় দেন। পরিচয়পত্রও দেখান। এরপর শুরু হয় তল্লাশি। পুলিশ অফিসার পরিচয় দেওয়া ওই ব্যাক্তি তুষারকে ধমকাতে শুরু করেন। কেন সোনার চেন , আঙটি পড়ে বাজারে গিয়েছেন তিনি!

সোনার চেন ও আঙটি খুলে নেওয়ার জন্য অনুরোধও করেন তিনি। সেগুলো সাদা কাগজে মুড়িয়ে ফের তুষার সরকারের ব্যাগে ঢুকিয়ে দেন। ব্যাগটি দড়ি দিয়ে বেঁধে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাওয়ার তুষারকে বলেন।

প্রথমে হকচকিয়ে গেলেও কিছুক্ষণ পরেই ব্যাগ খুলে তুষার দেখেন কাগজে মুড়িয়ে রাখা সোনার চেন, আঙটি সব কিছুই উধাও। রয়েছে কয়েকটি ছোট ছোট নুড়ি পাথর। আর এই দিকে সব কিছু বুঝে ওঠার আগে বাইকে চম্পট দিয়ে দেয় দুই ভুয়ো পুলিশ। প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন অবসরপ্রাপ্ত ইস্পাত কর্মী তুষার কান্তি সরকার ।

পুলিশের বিরুদ্ধে প্রথমে গাফিলতির অভিযোগ তুলেছিলেন তুষার। তাঁর অভিযোগ, স্থানীয় প্রান্তিকা ফাঁড়িতে মিনিট পনেরোর মধ্যে পৌঁছন তিনি। অথচ পুলিশ চোর না ধরার উদ্যোগ নিয়ে তাকেই বকাবকি শুরু করে দেয়। এখন দুর্গাপুর থানার অধীনে থাকা প্রান্তিকা ফাঁড়ির পুলিশ বাজারের সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে। কিন্তু পুজোর আগে ভরা বাজারে দিনের আলোয় এই ধরণের ঘটনায় এখন আতঙ্কিত এলাকার মানুষজন। পুলিশ তদন্ত শুরু করেছে।

তুষারের কথায়, “আমি এখনও বিশ্বাসই করতে পারছি না কী হল। ব্যাপারটা পুরো ম্যাজিকের মতো আমার সামনে হয়ে গেল। আমাকে সোনার জিনিস খুলে কাগজে মুড়িয়ে রাখতে বলল ওরা। ওরাই কাগজ দিল। গণ্ডগোল বোধ হয় সেখানেই। একটা জটিল ধাঁধাঁ। আগে কখনও এই এলাকায় এমন ঘটনা ঘটেনি। সবাই শুনে অবাক হয়ে যাচ্ছেন। আমার সঙ্গেই এটা হল!”

তুষারের অভিযোগের ভিত্তিতে তদন্তে শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের চিহ্নিতকরণের চেষ্টা চলছে।

আরও পড়ুন: ED Chemical Spices: ধনেতে মেশানো হচ্ছে সোনালি রঙ! ইডি-র জালে হাবরার ব্যবসায়ী

 

Next Article