দুর্গাপুর: পুজো শুরুর আগে পুজোর আনন্দ। টিভি৯ বাংলার পুজোয় পালস ট্যাবলো ঘিরে দুর্গাপুরে উন্মাদনা সাধারণ মানুষের। টক-নোনতা পালস ক্যান্ডিতে মজলেন সাধারণ মানুষ। পুজো শুরুর আগে পুজোর আনন্দ সামিল হলেন আট থেকে আশি।
টিভি৯ বাংলার পুজোয় পালস এবার দ্বিতীয় বর্ষে পা দিয়েছে। গতবছর প্রথম যাত্রা শুরু করে পুজোয় পালস। গত বছরের মতো এবারও রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে পুজোয় পালস ট্যাবলো। সেই ট্যাবলো ঘিরে উন্মাদনা চোখে পড়ছে। পুজোয় পালস ট্যাবলো পৌঁছে গিয়েছিল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে।
ট্যাবলো ঘিরে ভিড় জমালেন সাধারণ মানুষ। পালস ক্যান্ডিতে মজলেন তাঁরা। এক মহিলা বলেন, “আমি নিজে পালস ক্যান্ডি খেলাম। আমার স্বামীকেও খাওয়ালাম।” আর এক কিশোর বলে, চকলেটটা খুবই সুন্দর খেতে। এক বয়স্ক ব্যক্তি নিজে পালস ক্যান্ডি খেলেন। আবার পরিবারের ছোট ছোট বাচ্চাদের জন্য নিলেন। তিনি বলেন, “তেঁতুল দিয়ে বানানো হয়েছে। আচারের মতো। খেতে খুবই সুন্দর। ছোটরাও খেতে পারবে। আমি নিজে খেয়েছি। ছোটদের জন্যও নিয়েছি।”
এদিকে, দুর্গাপুরের মৃৎশিল্পী অরুণ পালকে সম্মানিত করে টিভি৯ বাংলার পুজোয় পালস। সম্মান পেয়ে খুশি এই মৃৎশিল্পী। টিভি৯ বাংলাকে ধন্যবাদ জানালেন তিনি।
দুর্গাপুর: পুজো শুরুর আগে পুজোর আনন্দ। টিভি৯ বাংলার পুজোয় পালস ট্যাবলো ঘিরে দুর্গাপুরে উন্মাদনা সাধারণ মানুষের। টক-নোনতা পালস ক্যান্ডিতে মজলেন সাধারণ মানুষ। পুজো শুরুর আগে পুজোর আনন্দ সামিল হলেন আট থেকে আশি।
টিভি৯ বাংলার পুজোয় পালস এবার দ্বিতীয় বর্ষে পা দিয়েছে। গতবছর প্রথম যাত্রা শুরু করে পুজোয় পালস। গত বছরের মতো এবারও রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে পুজোয় পালস ট্যাবলো। সেই ট্যাবলো ঘিরে উন্মাদনা চোখে পড়ছে। পুজোয় পালস ট্যাবলো পৌঁছে গিয়েছিল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে।
ট্যাবলো ঘিরে ভিড় জমালেন সাধারণ মানুষ। পালস ক্যান্ডিতে মজলেন তাঁরা। এক মহিলা বলেন, “আমি নিজে পালস ক্যান্ডি খেলাম। আমার স্বামীকেও খাওয়ালাম।” আর এক কিশোর বলে, চকলেটটা খুবই সুন্দর খেতে। এক বয়স্ক ব্যক্তি নিজে পালস ক্যান্ডি খেলেন। আবার পরিবারের ছোট ছোট বাচ্চাদের জন্য নিলেন। তিনি বলেন, “তেঁতুল দিয়ে বানানো হয়েছে। আচারের মতো। খেতে খুবই সুন্দর। ছোটরাও খেতে পারবে। আমি নিজে খেয়েছি। ছোটদের জন্যও নিয়েছি।”
এদিকে, দুর্গাপুরের মৃৎশিল্পী অরুণ পালকে সম্মানিত করে টিভি৯ বাংলার পুজোয় পালস। সম্মান পেয়ে খুশি এই মৃৎশিল্পী। টিভি৯ বাংলাকে ধন্যবাদ জানালেন তিনি।