Budgerigar birds: উদ্ধার করেছিল বন দফতর, কী করে মৃত্যু? জানতে হবে ময়নাতদন্ত
Budgerigar birds: জানা গিয়েছে, এই পাখিগুলিকে রানিগঞ্জের বাজার থেকে উদ্ধার করেছিলেন বন বিভাগের কর্মীরা। আসানসোল (টেরিটরিয়াল ) রেঞ্জ আধিকারিক তমালিকা চন্দ বলেন, "রানিগঞ্জ থেকে অনেকগুলি বদ্রি পাখি-সহ টিয়া পাখি উদ্ধার করা হয়েছিল। যার মধ্যে বেশ কয়েকটি বদ্রি পাখি শতাব্দী পার্ক ও গুঞ্জন পার্কে ছাড়া হয়েছিল। কয়েকটি বদ্রি পাখি বন দফতরের অফিসে খাঁচায় ছিল।
আসানসোল: রানিগঞ্জের বাজার থেকে উদ্ধার করা হয়েছিল বেশ কিছু বদ্রি পাখি। উদ্ধার হয়েছিল খাঁচাবন্দি টিয়া। টিয়া পাখি ছেড়ে দিয়ে বদ্রি পাখিগুলি আনা হয়েছিল বন দফতরের অফিসে। রূপনারায়াণপুর বন দফতরের অফিসে খাঁচার মধ্যে থাকা বেশ কয়েকটি বদ্রি পাখির মৃত্যু ঘিরে বেঁধেছে রহস্য। কী কারণে মৃত্যু হয়েছে পাখিগুলির? জানতে এবার হবে ময়নাতদন্ত।
জানা গিয়েছে, এই পাখিগুলিকে রানিগঞ্জের বাজার থেকে উদ্ধার করেছিলেন বন বিভাগের কর্মীরা। বিক্রির উদ্দেশ্যে পাখিগুলি খাঁচাবন্দি করে নিয়ে যাচ্ছিল কয়েকজন। তাদের কাছ থেকেই পাখিগুলি উদ্ধার করেন বন বিভাগের কর্মীরা। আসানসোল(টেরিটরিয়াল ) রেঞ্জ আধিকারিক তমালিকা চন্দ বলেন, “রানিগঞ্জ থেকে অনেকগুলি বদ্রি পাখি-সহ টিয়া পাখি উদ্ধার করা হয়েছিল। যার মধ্যে বেশ কয়েকটি বদ্রি পাখি শতাব্দী পার্ক ও গুঞ্জন পার্কে ছাড়া হয়েছিল। কয়েকটি বদ্রি পাখি বন দফতরের অফিসে খাঁচায় ছিল। সেগুলি হঠাৎ মারা যায়।”
কীভাবে মারা গেল পাখিগুলি? তমালিকা চন্দ বলেন, “কেন পাখিগুলির মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। সেজন্য মৃত বদ্রি পাখিগুলির ময়নাতদন্ত করা হবে।” বন দফতরের অফিসে একটি বাঁদরও রয়েছে। যার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় চিকিৎসা শুরু হয়েছে বলে জানা গিয়েছে।