দুর্গাপুর: এক পথ কুকুরকে (Stray Dog) গুলি করে হত্যার অভিযোগ। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের (Durgapur) নিউটন এভিনিউ এলাকায়। ঘটনার জেরে ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ওই ব্যক্তির নাম দিব্যেন্দু ভাওয়াল। তিনি দুর্গাপুরের ইস্পাত কারখানার কর্মী। বৃহস্পতিবার দুপুরে বাড়ির সামনে রাস্তায় এয়ার গান দিয়ে গুলি করে এই নৃশংস কাণ্ড ঘটান ওই ব্যক্তি। গুলিটি গায়ে লাগার সঙ্গে সঙ্গে সারমেয়টি মাটিয়ে লুটিয়ে পড়ে। খবরটি জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা দুর্গাপুর থানার বি জোনের ফাঁড়িতে অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে পুলিশ গতরাতেই দিব্যেন্দু ভাওয়ালকে আটক করে। পরে তাঁকে গ্রেফতার করা হয়।
এদিকে বিভিন্ন পশুপ্রেমী সংগঠনের তরফেও ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানানো হয়। অভিযুক্ত ওই ব্যক্তির যথাযথ শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। এদিন অভিযুক্ত দিব্যেন্দু ভাওয়ালকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২৮, ৪২৯ এবং অস্ত্র আইনের ২৫/২৭ ধারায় মামলা রুজু করা হয়েছে। যদিও ওই ঘটনায় অভিযুক্ত দিব্যেন্দুর মায় অবশ্য বলছেন, কুকুরটি অসুস্থ ছিল। এছাড়া কুকুরটি তাঁর ছেলের স্কুটির কাছে ঘোরাঘুরি করছিল। ভয় দেখাতে গিয়ে এয়ার গান থেকে গুলি ছোড়ে দিব্যেন্দু। গুলি ভুল করে কুকুরটির গায়ে লেগে মৃত্যু হয়েছে, এটা বুঝতে পারেনি তাঁর ছেলে।
ঘটনা প্রসঙ্গে রেশমী আচার্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “দিব্যেন্দু ভাওয়াল নামে এক ব্যক্তি এক পথকুকুরকে গুলি করে মেরেছে। এটা নাকি ওনার প্যাশনও। উনি এরকম মাঝে মধ্যেই করে থাকেন। আজ কুকুর মারছেন, কাল আমার আপনার বাড়ির বাচ্চাকে ধরে টানাটানি করবে। দুর্গাপুরের মতো শান্তিপ্রিয় জায়গায় এই ধরনের অপরাধী রয়েছে, আমরা চুপ করে থাকার নই। আমরা বিষয়টিকে কোনওভাবেই মেনে নিতে পারছি না। এই বিষয়ে যতদূর যেতে হয় আমরা যাব। আমরা চাই ওই ব্যক্তির কঠোরতম শাস্তি, যাতে বাকিরাও এমন কিছু করার আগে দশবার ভাবে। মানুষ একমাত্র প্রাণী নয় পৃথিবীতে। যে কোনও প্রাণের মূল্য আছে। “