Student Death: সুইডেনে রহস্যমৃত্যু দুর্গাপুরের গবেষক ছাত্রীর, খুনের অভিযোগ পরিবারের

Jayanta Biswas | Edited By: অংশুমান গোস্বামী

Oct 15, 2023 | 1:07 PM

রোশনি দাসের পরিবারের লোকেরা জানিয়েছেন, ২৯ সেপ্টেম্বর রোশনির সঙ্গে শেষ বার কথা হয়েছিল তাঁদের। কিন্তু তার পর থেকে রোশনির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এর পর ১৩ অক্টোবর রোশনির মৃত্যু সংবাদ আসে। রোশনির পরিবারের লোকেদের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। এ নিয়ে সুইডেনে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলেও দাবি করেছে রোশনির পরিবার।

Student Death: সুইডেনে রহস্যমৃত্যু দুর্গাপুরের গবেষক ছাত্রীর, খুনের অভিযোগ পরিবারের
রোশনির মৃত্যুতে শোকাহত তাঁর পরিবারের লোকেরা
Image Credit source: TV9 Bangla

Follow Us

দুর্গাপুর: সুইডেনে রাজ্যের মেধাবী ছাত্রীর রহস্যমৃত্যুর অভিযোগ উঠেছে। দুর্গাপুরের বাসিন্দা ওই ছাত্রী সেখানকার একটি বিশ্ববিদ্যালয়ে গবেষণা করতেন। মৃত ছাত্রীর নাম রোশনি দাস। রোশনিকে সুইডেনে খুন করা হয়েছে বলে অভিযোগ তাঁর পরিবারের। এলাকায় মেধাবী হিসাবে পরিচিত ছিলেন রোশনি। তাঁর মৃত্যুর খবর আসতেই পরিজনদের পাশাপাশি প্রতিবেশীদের মধ্যেও শোকের ছায়া নেমেছে।

রোশনি কলিঙ্গ বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজির ছাত্রী ছিলেন। পরবর্তীকালে গবেষণার জন্য সুইডেন গিয়েছিলেন তিনি। এ মাসের ১৩ তারিখ রোশনির পরিবারের কাছে তাঁর মৃত্যুর খবর আসে। সুইডেন দূতাবাস থেকে ভারতীয় দূতাবাসে খবর আসার পর সেই খবর পরিবারের লোকেদের জানায় পুলিশ।

রোশনি দাসের পরিবারের লোকেরা জানিয়েছেন, ২৯ সেপ্টেম্বর রোশনির সঙ্গে শেষ বার কথা হয়েছিল তাঁদের। কিন্তু তার পর থেকে রোশনির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এর পর ১৩ অক্টোবর রোশনির মৃত্যু সংবাদ আসে। রোশনির পরিবারের লোকেদের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। এ নিয়ে সুইডেনে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলেও দাবি করেছে রোশনির পরিবার। রোশনির দেহ যাতে দেশে ফিরিয়ে আনা হয়, সেই দাবিও তোলা হয়েছে পরিবারের তরফে। স্থানীয় সাংসদের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে এ নিয়ে আবেদন জানানোর কথাও জানিয়েছে মৃত ছাত্রীর পরিবার।

Next Article