পশ্চিম বর্ধমান: কয়লাকাণ্ডে এবার বিনয় মিশ্র-সহ চারজনের নামে ‘ওপেন এনডেড ননবেলেব্যাল ওয়ারেন্ট’ জারি করা হল। সোমবারই সিবিআই এই বিশেষ গ্রেফতারি পরোয়ানা জারি করে। এই গ্রেফতারি পরোয়ানার বিশেষত্ব হল, এর নির্ধারিত কোনও সময়সীমা নেই। বিনয় মিশ্রের পাশাপাশি রত্নেশ্বর ভার্মা, নীরজ সিং ও অমিত সিংয়ের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অভিযোগ, এই চারজনই কয়লাকাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার সঙ্গী। গত শনিবার বিনয় মিশ্র-সহ বাকি তিনজনের সম্পত্তি বাজেয়াপ্ত করতে চেয়ে আদালতে বিশেষ রিপোর্ট জমা দেয় সিবিআই। সেদিনই তারা এই চারজনকে ধরতে আদালতে আর্জি জানায়।
সোমবার সিবিআইয়ের বিশেষ আদালতের শুনানিপর্বে সিবিআইয়ের আইনজীবী রাকেশ কুমার ফের এই বিষয়টি তুলে ধরেন। বিভিন্ন তথ্য নথি পর্যালোচনা করে বিচারক রাজেশ চক্রবর্তী তাতে অনুমতি দেন। কিন্তু কেন সিবিআই এই বিশেষ গ্রেফতারি পরোয়ানাকে ঢাল করল? সিবিআই সূত্রে জানা গিয়েছে, বিনয় মিশ্র, রত্নেশ্বর ভার্মা, নীরজ সিং, অমিত সিংকে একাধিকবার হাজিরার জন্য নোটিস পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনকী হুলিয়া পর্যন্ত জারি করা হয়। কিন্তু কোনও কিছুতেই তাঁদের সাড়া মেলেনি। এরপরই জামিন অযোগ্য সমন ইস্যু করার অনুমতি চেয়ে আবেদন করা হয় আদালতে।
বিনয় মিশ্র এই মুহূর্তে দেশ ছেড়েছেন বলে নিজেই জানিয়েছেন। হাইকোর্টে একটি মামলার পরিপ্রেক্ষিতে আইনজীবী মারফৎ বিনয় জানান, তিনি এখন দ্বীপরাষ্ট্র ভানুয়াটুরের বাসিন্দা। এমনকী অনলাইনে জিজ্ঞাসাবাদপর্বে থাকার ইচ্ছাও প্রকাশ করেছিলেন। যদিও সিবিআই তাঁকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে মরিয়া।
অমিত সিং ও নীরজ সিং বিনয় মিশ্রের এজেন্ট বলে সিবিআইয়ের কাছে খবর রয়েছে। হুগলির উত্তরপাড়ার বাসিন্দা অমিত, নীরজ দুই ভাই। বড়বাজারে তাঁদের শাড়ির ব্যবসা আছে। সিবিআই সূত্রে খবর, বিভিন্ন প্রভাবশালী, বিশেষ করে রাজনীতির সঙ্গে যুক্তদের কাছে কয়লার টাকা পৌঁছে দিতে বিনয় মিশ্রের ভরসা ছিলেন ‘সিং ব্রাদার্স’।
অন্যদিকে লালার নির্ভরযোগ্য সহযোগী হিসাবে সিবিআইয়ের কাছে রত্নেশ ভার্মার নাম উঠে এসেছে। আসানসোল হীরাপুরের বড়তোরিয়ার বাসিন্দা তিনি। সিবিআই সূত্রে খবর, রত্নেশের কাজ ছিল লালার টাকা ইসিএল কর্তাদের একাংশের কাছে পৌঁছে দেওয়া। সিবিআই চাইছে তাঁদের প্রত্যেককে সামনাসামনি জেরা করতে। কারণ, এই চারজনই কয়লা মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে তারা। নিজেদের হেফাজতে নিয়ে চারজনকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।