দুর্গাপুর: তৃণমূল (TMC) কংগ্রেসের কার্যালয় ভাঙচুরের অভিযোগ আধাসামরিক বাহিনীর (CRPF) বিরুদ্ধে। লাঠিচার্জের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের ওপরেও। সপ্তম দফার (West Bengal Assembly Election 2021 Phase 7) নির্বাচনে দুর্গাপুর পূর্ব কেন্দ্রের মলানদিঘির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
অভিযোগ, তৃণমূল কার্যালয়ে করোনা বিধির জমায়েত উপেক্ষা করে রান্না চলছিল। তৃণমূল কার্যালয়ে চেয়ার-সহ বেশ কিছু আসবাব ভাঙচুর করে বলে অভিযোগ। এরপর তৃণমূল কর্মীরা মলানদিঘি ফাঁড়িতে অভিযোগ জানান। পরে পুলিশ ফের দলীয় কার্যালয় খুলে দেয়।
আরও পড়ুন: West Bengal Assembly Election 2021 Phase 7: এবার প্রথম ভোট দেওয়া হচ্ছে না বুদ্ধদেব ভট্টাচার্যের
আধাসামরিক বাহিনীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তৃণমূল কর্মীদের অভিযোগ, “তৃণমূল দল করায় বলে আধাসামরিক বাহিনী আমাদের রান্না দেখতে পেল।” তাঁদের আরও অভিযোগ, পাশেই মলানদিঘি ২১৭ নম্বর বুথের ২০০ মিটারের মধ্যে বিজেপি কর্মীরা একটি বাড়িতে জমায়েত করে রান্না করছে। বিজেপি অভিযোগ অস্বীকার করেছে।