অভিনব নির্বাচনী প্রচার! কয়লা খনির ভেতরে জনসংযোগ সায়নীর

সৈকত দাস |

Mar 26, 2021 | 9:43 PM

সিএলের সাতগ্রাম এলাকার পিওর সিয়ারসোল খনি গর্ভে নেমে জনসংযোগ সারলেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ (Saayoni Ghosh)

অভিনব নির্বাচনী প্রচার! কয়লা খনির ভেতরে জনসংযোগ সায়নীর
নিজস্ব চিত্র

Follow Us

আসানসোল: আসানসোল দক্ষিণ কেন্দ্রে এবার হাড্ডাহাড্ডি লড়াই। তৃণমূল (TMC) ও বিজেপি (BJP) দুই তরফে লড়াই করছেন দুই তারকা প্রার্থী। বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে ‘ভূমিকন্যা’ অগ্নিমিত্রা পল (Agnimitra Paul) এবং তৃণমূলের সায়নী ঘোষ (Saayoni Ghosh)। ভোট প্রচারে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। এতদিন দুয়ারে দুয়ারে প্রচারে ঝড় তুলেছেন সায়নী। এবার কয়লা খনিতে নেমেও প্রচার সারলেন তৃণমূল প্রার্থী (TMC Candidate) সায়নী।

শুক্রবার প্রচারে অভিনবত্ব দেখালেন তৃণমূল প্রার্থী। এদিন সিএলের সাতগ্রাম এলাকার পিওর সিয়ারসোল খনি গর্ভে নেমে জনসংযোগ সারলেন তিনি। সেখানে কালীমূর্তিতে পুজো দিতেও দেখা যায় তৃণমূলের তারকা প্রার্থীকে। মাথায় হলুদ হেলমেট হাতে ফুলের মালা নিয়ে দলীয় কর্মীদের সঙ্গে ছবিও তুললেন সায়নী।

আবার এলাকার কচিকাচাদের সঙ্গে হোলি খেলেও জনসংযোগ করতে দেখা গেল সায়নীকে। এদিন জেমারি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা পায়ে হেঁটে ভোট প্রচার করেন তিনি। তার পর জেকে নগর ওল্ড মাইনার্স এলাকায় হোলি মিলন উৎসবে যোগ দেন তৃণমূল প্রার্থী। তারকা প্রার্থীকে দেখতে আমজনতার মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। নিজের টুইটারেও এদিনের প্রচারের ছবি পোস্ট করেন তিনি। পোস্টে লিখেছেন, “আসানসোল দক্ষিণের জেমারি গ্রাম পঞ্চায়েত পরিদর্শন ও সেখানকার মানুষের সাথে স্থানীয় সুবিধে অসুবিধে নিয়ে আলোচনা।”

আসানসোল দক্ষিণে সায়নীর প্রতিপক্ষ বেশ হেভিওয়েট। একাধারে তিনি আসানসোলের ‘ভূমিকন্যা’ অন্যদিকে তিনি বিজেপির মহিলা মোর্চার সভানেত্রীও বটে। কাজেই এখন একমুহূর্ত সময়ও নষ্ট না করে, নাওয়া-খাওয়া ভুলে এলাকার আট থেকে আশি সবার সঙ্গে হাসিমুখে জনসংযোগ সারতে ব্যস্ত তৃণমূলের এই তারকা প্রার্থী। ঘরের মেয়ের মতোই পৌঁছে যাচ্ছেন জনগণের দুয়ারে দুয়ারে।

আরও পড়ুন: কতক্ষণ চলবে ভোটগ্রহণ? কোন জেলায় কত বাহিনী? রইল প্রথম দফার ভোটের সাত সতেরো

 প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই আসানসোলের মাটি কামড়ে পড়ে রয়েছেন অভিনেতা সায়নী। রাজনৈতিক মহলের একাংশ বলছে, ‘এবার আসল খেলা হবে আসানসোলে।’ তাই ভোটের মুখে কোনওরকম কসরত-ই বাকি রাখছেন না তৃণমূলের তারকা প্রার্থী। খনিতে নেমেও জনসংযোগ করছেন তিনি।

Next Article