আসানসোল: উপনির্বাচনের (By Election) দিন সকলের নজর ছিল আসানসোলের (Asansol) দিকে। একাধিক খবরও উঠে এসেছে এই লোকসভা কেন্দ্র থেকে। শনিবার গণনার দিনও নজর থাকছে এই কেন্দ্রেই। কারণ, রাজ্যে তৃণমূলের সরকার দশ বছর পার করলেও, অধরা থেকেছে এই কেন্দ্রটি। দীর্ঘদিন আসানসোল ছিল সিপিএমের ঘাঁটি। দুঁদে বামনেতা বংশগোপাল চৌধুরীকে হারিয়ে ২০১৪ সালে এই কেন্দ্র জিতে নেয় বিজেপি। ২০১৯ সালের লোকসভা ভোটেও সেই জয় অব্যাহত থেকেছে পদ্মশিবিরে। তাই উপনির্বাচনকে যথেষ্ট গুরুত্ব দিয়েই বলিউড তারকা শত্রুঘ্ন সিনহাকে ‘তুরুপের তাস’ করেছে তৃণমূল। বিজেপির মুখ অগ্নিমিত্রা পাল। শনিবার গণনা। সর্বোচ্চ ১৮ রাউন্ডের গণনা হবে। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ গণনাকেন্দ্র।
এই গণনাকে কেন্দ্র করে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকছে। গণনাকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। ১০০ মিটারের প্রথম ব্যারিকেডে রাজ্য পুলিশ মোতায়েন থাকবে। তার পরের দু’টি থাকবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এই গণনাকেন্দ্রেই করা হয়েছে ইভিএম রাখার স্ট্রংরুম। ভোটের পর থেকেই ক্লোজ সার্কিট ক্যামেরার কড়া নজরদারি রয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, জাতীয় নির্বাচন কমিশনের পরিচয়পত্র ছাড়া কেউ গণনাকেন্দ্রে যেতে পারবে না।
শনিবার সকাল আটটায় শুরু হবে গণনা। আসানসোল লোকসভা কেন্দ্রের অধীনে সাতটি বিধানসভার গণনা হবে আলাদাভাবে। গণনাকেন্দ্রের ভিতরে মোবাইল ফোন, কোনও নেশার দ্রব্য, পানীয় জলের বোতলে নিষেধাজ্ঞা থাকছে। কমিশন সূত্রে খবর, সর্বোচ্চ ১৮ রাউন্ডের গণনা হবে কুলটিতে। পাণ্ডবেশ্বর ১৪ রাউন্ড গণনা হবে। আসানসোল উত্তরে ১৫ , রানিগঞ্জ, আসানসোল দক্ষিণ, জামুড়িয়া ও বারাবানিতে ১৬ রাউন্ডে গণনা হবে।
গণনার প্রতি টেবিলে প্রার্থীর একজন প্রতিনিধি উপস্থিত থাকতে পারবেন। পোস্টাল ব্যালট ও ইভিএম গণনা একই সঙ্গে শুরু হবে। প্রতিটি হলের বিভিন্ন টেবিলে ধারাবাহিকভাবে গণনা চলবে। ৩০ মিনিট পর থেকে প্রতি রাউন্ডের ট্রেন্ড আসতে শুরু করবে। সূত্রের খবর, মোটামুটি সকাল ১১টার মধ্যেই স্পষ্ট হয়ে যাবে আগামী দু’ বছরের জন্য আসানসোল সংসদ এলাকা কার দায়িত্বে থাকবে।