দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Burdwan) জেলায় এক নিখোঁজ যুবকের দেহ উদ্ধার হল সোমবার। জঙ্গলে থেকে যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। ওই যুবক পেশায় ঠিকা শ্রমিক ছিলেন। দুর্গাপুরের কাঁকসার গোপালপুরের ভালুককোন্দার জঙ্গল থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। কালীপুজার সকালে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত যুবকের নাম পিন্টু বাউরি (৩৮)। কাঁকসার রূপগঞ্জ এলাকার বাসিন্দা ছিলেন তিনি।
জানা গিয়েছে নতুন বাইক কিনেছিলেন ওই যুবক। সেই বাইক সার্ভিসিং করানোর জন্য শুক্রবার সকালে বাড়ি থেকে বের হন। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও আর বাড়ি ফেরেননি। এরইমধ্যে আরও দু’দিন পার হয়ে যায়। কিন্তু পিন্টুর কোনও খোঁজ পরিবার পায়নি। কাঁকসা থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগও দায়ের করা হয় পরিবারের তরফে।
এরইমধ্যে সোমবার ভালুককোন্দার জঙ্গলে যায় এলাকারই কয়েকজন। জঙ্গলের ভিতর ঢুকতেই কেমন একটা দুর্গন্ধ ভেসে আসে। এরপরই কিছুটা এগিয়ে যেতে দেখা যায় পিন্টুর ক্ষতবিক্ষত দেহ পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে কাঁকসা থানায় খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে কাঁকসা থানার পুলিশ। মৃতের মাথায় গভীর ক্ষতের দাগ রয়েছে। খোঁজ পাওয়া যায়নি পিন্টুর নম্বরবিহীন নতুন বাইকটিরও। স্থানীয়দের অনুমান খুন করা হয়েছে পিন্টুকে। এই বাইকের জন্যই প্রাণ দিতে হল কি না উঠছে সে প্রশ্নও। সবদিক খোলা রেখেই কাঁকসা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এক প্রত্যক্ষদর্শীর কথায়, “আমরা এসে দেখি দূরে পড়ে আছে। মুখটা একেবারেই চেনা যাচ্ছে না। শুক্রবার থেকে নিখোঁজ ছিল। থানায় মিসিং ডায়েরিও করা হয়। কিন্তু কোনও খোঁজ মেলেনি। আজ আমরা খুঁজতেই জঙ্গলের দিকে আসি। তারপর একটা গন্ধ নাকে আসে। দেখি ওই পড়ে আছে। কেউ মেরে দিয়েছে মনে হচ্ছে। পাথর দিয়ে থেঁতলে দিয়েছে।”