খড়্গপুরে উদ্ধার দাঁতাল হাতির মৃতদেহ, মৃত্যুর কারণ নিয়ে ধন্দ

ঈপ্সা চ্যাটার্জী |

Nov 30, 2020 | 9:28 AM

আজ সকালে নিশিন্তা জঙ্গল থেকে উদ্ধার করা হয় একটি দাঁতাল হাতির মৃতদেহ। বনদফতরের কর্মীরা এসে দেহ পরীক্ষা করে বাইরে কোনও আঘাতের চিহ্ন পাননি। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান তারা।

খড়্গপুরে উদ্ধার দাঁতাল হাতির মৃতদেহ, মৃত্যুর কারণ নিয়ে ধন্দ
প্রতীকী চিত্র।

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: ফের রহস্যজনক হাতিমৃত্যু। পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর বন বিভাগের অধীনে অবস্থিত নিশিন্তা জঙ্গল থেকে উদ্ধার করা হল একটি দাঁতাল হাতির মৃতদেহ। তবে মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।

আজ সকালে কলাইকুণ্ডা রেঞ্জের ক্ষেমাশুলি এলাকায় হাতিটিকে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। হাতি দেখতে ভিড় জমান আশেপাশের এলাকার মানুষও। বন দফতরে খবর দেন স্থানীয় বাসিন্দারাই। কিছুক্ষণের মধ্যেই বন দফতরের কর্মী ও পুলিস উপস্থিত হয়। পরীক্ষা করে দেখা যায়, হাতিটির মৃত্যু হয়েছে। গায়ে কোনও আঘাতের চিহ্ন না থাকায় কীভাবে হাতিটির মৃত্যু হয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

খড়্গপুর ডিভিশনের ডিএফও বলেন,”একটি হাতির মৃতদেহ উদ্ধার হয়েছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে।”

আরও পড়ুন: দলে সম্মান নেই, ক্ষোভ পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সম্পাদকের

Next Article