মানিকপুরে ১৫০ বছরের পুরোনো কালীমন্দির থেকে লক্ষাধিক টাকার গয়না চুরি

ঈপ্সা চ্যাটার্জী |

Nov 27, 2020 | 2:54 PM

মন্দির কমিটির সম্পাদক জানান, ১৫০ বছরের পুরোনো এই মন্দির। শনিবার মাঝরাতে দুষ্কৃতীরা তালা ভেঙে মায়ের গায়ের গয়না ও মন্দিরের আসবাব চুরি করে। এর আগেও ২০০৪ সালে মন্দিরে চুরি হয়।

মানিকপুরে ১৫০ বছরের পুরোনো কালীমন্দির থেকে লক্ষাধিক টাকার গয়না চুরি
চুরি গিয়েছে বিগ্রহের গায়ে থাকা সমস্ত গয়না।

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: ১৫০ বছরের পুরোনো কালী মন্দির (Kali temple)থেকে চুরি হল লক্ষাধিক টাকার গয়না। শনিবার রাতে পশ্চিম মেদিনীপুর(Paschim Medinipur)-র মানিকপুরের (Manikpur) কালী মন্দিরের তালা ভেঙে বিগ্রহের গা থেকে সোনা-রুপোর গয়না-সহ মন্দিরের যাবতীয় আসবাব নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

বহু পুরোনো এই মন্দিরটিকে অত্যন্ত জাগ্রত বলে মানেন স্থানীয় বাসিন্দারা। রবিবার সকালে সেবাইত মন্দির পরিষ্কার করে পুজো করতে এসে দেখেন খোয়া গিয়েছে বিগ্রহের সমস্ত গয়না। তিনি সঙ্গে সঙ্গে আশেপাশের লোকজন ও মন্দির কমিটিতে খবর দেন। ঘটনাস্থানে আসে কোতোয়ালি থানার পুলিস। মন্দিরে লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিস।

মন্দির কমিটির সম্পাদক জানান, ১৫০ বছরের পুরোনো এই মন্দির। শনিবার মাঝরাতে দুষ্কৃতীরা তালা ভেঙে মায়ের গায়ের গয়না ও মন্দিরের আসবাব চুরি করে। এর আগেও ২০০৪ সালে মন্দিরে চুরি হয়।

আরও পড়ুন: চন্দ্রকোণা-গড়বেতা রাজ্য সড়কে দুর্ঘটনা, মৃত দুই বাইক আরোহী

Next Article