দলে সম্মান নেই, ক্ষোভ পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সম্পাদকের

ঈপ্সা চ্যাটার্জী |

Dec 01, 2020 | 6:53 PM

দলে সম্মান না পাওয়ার অভিযোগ করলেন ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অলোক আচার্য। তিনি আগামী কোনও বৈঠকে যোগ দেবেন না বলেও জানিয়ে দেন।

দলে সম্মান নেই, ক্ষোভ পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সম্পাদকের
ছবি সংগৃহীত।

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: তৃণমূলে ভাঙন স্পষ্ট হচ্ছে আরও। দলে সম্মান নেই, এই বলে ক্ষোভ উগরে দিলেন পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur)-র জেলা তৃণমূল সম্পাদক তথা ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অলোক আচার্য (Alok Acharya)।

সামনেই ২০২১ বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2021), তার আগেই একের পর এক নেতা দলবিবাগী হচ্ছেন। এর কারণ হিসাবে অলোক আচার্য বলেন, দলের পুরোনো কর্মীরা নূন্যতম সম্মানটুকুও পান না। তিনি নাম না উল্লেখ করে বলেন,”আমাদের দলে ব্লক, জেলাস্তরে এমন কিছু নেতা-কর্মী আছেন, যাদের দেখলে জনগণ থুতু ফেলেন। যারা এক ঘণ্টাও দল করেননি, তাঁরা আজ বিধায়ক!”।

দলের প্রতি ক্ষোভ উগরে তিনি বলেন,”জেলা ও রাজ্য নেতৃত্বকে বারবার বলেও কোনও লাভ হয়নি। আগামী নির্বাচনে তৃণমূলকে জেতানোর দায়বদ্ধতা আমাদের থাকবে কেন?” তিনি জানান, দীর্ঘ ২২-২৩ বছর ধরে দল করেও কোনও লাভ হয়নি। তিনি দলকেও জানিয়ে দিয়েছেন যে আর কোনও বৈঠকে যোগ দেবেন না।

এই বিষয়ে জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি বলেন,”দলের দু-একজন এরকম মন্তব্য করতেই পারে, এটা এমন কোনও বিষয় নয়। তবে সমস্যা মিটিয়ে ফেলার চেষ্টা করা হবে।”

আরও পড়ুন: বেঁচে থাক মানবতা! রহমত, আতাউদ্দিনদের কাঁধে চেপে শেষযাত্রায় রামধনু!

Next Article