মেদিনীপুর: পিকনিক করতে এসে মর্মান্তিক মৃত্যু। অসাবধান বসত কাঁসাই নদীর পাড়ে সেলফি তোলার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় দুই ব্যক্তির। আহত একজনকে আশঙ্কা জনক অবস্থায় ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মুস্তাক আলি খান (৩৭), আবির গায়েন (৩৫)। আহত জুনমত গায়েন (৩৫)। মেদিনীপুর সদর ব্লকের রাজার বাগান এলাকার বাসিন্দা মুস্তাক এবং জুনমত। হাতিলকার বাসিন্দা আবির। জানা গিয়েছে, পিকনিক করার পর বিকেলের দিকে পুরোনো রেল লাইনের উপর সেলফি তুলতে যান ওই তিনজন। এরপর ট্রেনের হুইসেলের শব্দ শুনতে পান। শুনে ছুটে পালানোর চেষ্টা করেন তারা। ততক্ষণে মেদিনীপুর হাওড়া লোকাল ট্রেনটি প্রায় চলে এসেছে তাদের কাছে। আর তারপরই ঘটে যায় দুর্ঘটনা। জানা গিয়েছে, ট্রেন ব্রেক কষলেও শেষ রক্ষা করতে হয়নি।
কাঁসাই নদীর উপর ওই ব্রিজেই ট্রেনের ধাক্কায় আহত হয় দুজন। একজনের ব্রিজ থেকে নিচে পড়ে মৃত্যু হয়। আরেকজন রেল লাইনের ধারে পড়ে যায়। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় রেল পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেদিনীপুর স্টেশন থেকে রেল পুলিশ। ওসি আর পি এফ ভূপেন্দ্র কুমার যাদব বলেন, মেদিনীপুর স্টেশন থেকে কাঁসাই হল্ট যাওয়ার আগে বিকেল সাড়ে চারটা নাগাদ মেদিনীপুর থেকে হাওড়াগামী লোকাল ট্রেনের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে একজন। আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ট্রেনের আওয়াজ শুনেই ওরা ছুটে পালাতে যায়। কিন্তু শেষ রক্ষা হয়নি। ট্রেনের চালকও চেষ্টা করেন ওদের বাঁচাতে। কিন্তু ট্রেনের ধাক্কায় ব্রিজ থেকে পড়ে যান একজন। আর একজন পিষে যান।”
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
মেদিনীপুর: পিকনিক করতে এসে মর্মান্তিক মৃত্যু। অসাবধান বসত কাঁসাই নদীর পাড়ে সেলফি তোলার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় দুই ব্যক্তির। আহত একজনকে আশঙ্কা জনক অবস্থায় ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মুস্তাক আলি খান (৩৭), আবির গায়েন (৩৫)। আহত জুনমত গায়েন (৩৫)। মেদিনীপুর সদর ব্লকের রাজার বাগান এলাকার বাসিন্দা মুস্তাক এবং জুনমত। হাতিলকার বাসিন্দা আবির। জানা গিয়েছে, পিকনিক করার পর বিকেলের দিকে পুরোনো রেল লাইনের উপর সেলফি তুলতে যান ওই তিনজন। এরপর ট্রেনের হুইসেলের শব্দ শুনতে পান। শুনে ছুটে পালানোর চেষ্টা করেন তারা। ততক্ষণে মেদিনীপুর হাওড়া লোকাল ট্রেনটি প্রায় চলে এসেছে তাদের কাছে। আর তারপরই ঘটে যায় দুর্ঘটনা। জানা গিয়েছে, ট্রেন ব্রেক কষলেও শেষ রক্ষা করতে হয়নি।
কাঁসাই নদীর উপর ওই ব্রিজেই ট্রেনের ধাক্কায় আহত হয় দুজন। একজনের ব্রিজ থেকে নিচে পড়ে মৃত্যু হয়। আরেকজন রেল লাইনের ধারে পড়ে যায়। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় রেল পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেদিনীপুর স্টেশন থেকে রেল পুলিশ। ওসি আর পি এফ ভূপেন্দ্র কুমার যাদব বলেন, মেদিনীপুর স্টেশন থেকে কাঁসাই হল্ট যাওয়ার আগে বিকেল সাড়ে চারটা নাগাদ মেদিনীপুর থেকে হাওড়াগামী লোকাল ট্রেনের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে একজন। আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ট্রেনের আওয়াজ শুনেই ওরা ছুটে পালাতে যায়। কিন্তু শেষ রক্ষা হয়নি। ট্রেনের চালকও চেষ্টা করেন ওদের বাঁচাতে। কিন্তু ট্রেনের ধাক্কায় ব্রিজ থেকে পড়ে যান একজন। আর একজন পিষে যান।”