Illegal construction: বেআইনি নির্মাণের অভিযোগ, তৃণমূল পুরবোর্ডের বিরুদ্ধে সোচ্চার বিরোধীরা

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 30, 2022 | 12:21 PM

Illegal construction: জানা গিয়েছে, ঘাটাল চন্দ্রকোণা রাজ্য সড়কের ধারে বেআইনিভাবে চলছে বাড়ি নির্মাণ, হুঁশ নেই প্রশাসনের।

Illegal construction: বেআইনি নির্মাণের অভিযোগ, তৃণমূল পুরবোর্ডের বিরুদ্ধে সোচ্চার বিরোধীরা
বেআইনি নির্মাণের অভিযোগ

Follow Us

পশ্চিম মেদিনীপুর: বেআইনিভাবে চলছে বাড়ি নির্মাণ। তৃণমূল পরিচালিত পৌরসভার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড এলাকায়। জানা গিয়েছে, ঘাটাল চন্দ্রকোণা রাজ্য সড়কের ধারে বেআইনিভাবে চলছে বাড়ি নির্মাণ, হুঁশ নেই প্রশাসনের। অভিযোগকারী দীপঙ্কর দালালের বক্তব্য, “আমার পুকুরের পাশে সহদেব শাসমল নামে এক ব্যক্তি বেআইনিভাবে বাড়ি তৈরি করেছে। প্রায় এক মাস আগে আমি ঘাটাল পৌরসভায় বেআইনিভাবে বাড়ির নির্মাণের অভিযোগ করেছি । পৌরসভা কোনওরকম হস্তক্ষেপ করেনি।” তিনি আরও জানান, পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে কথা বলেছেন। তাঁর বক্তব্য, চেয়ারম্যান তাঁকে বলেছেন, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অজিত দে-এর সঙ্গে কথা বলতে। বেআইনি নির্মাণ বন্ধ করতে তৎপর তিনিও।

দেড় মাস ধরে ঘাটাল পৌরসভার ১৬ ওয়ার্ডের বেআইনি ভাবে চলছে বাড়ি নির্মাণ চলছে বলে অভিযোগ। তবে এই বাড়ির মালিক সহদেব শাসমলের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে, তিনি কোন প্রতিক্রিয়া দেয়নি।

১৬ নম্বর ওয়ার্ডে বাড়ি নির্মাণের ব্যাপারে ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেড়ার কাছে যাওয়া হলে তিনিও ক্যামেরার সামনে কোন প্রতিক্রিয়া দেয়নি।

তবে এই বিষয়ে ঘাটাল পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অজিত দে জানান, বেআইনিভাবে বাড়ি নির্মাণের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। পৌরসভার আইন মেনে হচ্ছে বাড়ি নির্মাণ।

তবে ঘাটাল পৌরসভায় বেআইনিভাবে বাড়ি নির্মাণের বিরুদ্ধে সবর হয়েছে সিপিএম ও বিজেপি। এ বিষয়ে ঘাটালের সিপিআইএম নেতা চিন্ময় পাল বলেন, ” এখন তৃণমূল নেতারা শুধু ঘাটাল পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে নয় একেবারে রাজ্যজুড়ে কয়লা থেকে বালি, গরু থেকে সোনা এমনকি বেকার যুবকদের চাকরি পর্যন্ত চুরি হচ্ছে। কাটমানি খাওয়া তৃণমূল নেতাদের অভ্যাসে পরিণত হয়েছে।”

বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, “দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস অবৈধভাবে কাজ করে এসেছে, অবৈধভাবে তোলাবাজি আর সিন্ডিকেট তৈরি করেছে গোটা বাংলা জুড়ে, ঘাটালে অবৈধভাবে বাড়ি নির্মাণ এটা আর নতুন কিছু নয়, আমরা চাই আইনি পথে সঠিকভাবে সঠিক কাজ হোক।”

Next Article