আসানসোল : আসানসোলে সিপিএম নেতার ভাই ও বিজেপি নেতার দাদার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। মঙ্গলবার সকালে ফাঁকা মাঠ থেকে ক্ষতবিক্ষত দেহটি উদ্ধার হয়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোলের বারাবনির আসনবনি গ্রামে। মৃতের নাম রাম কোড়ার (৪৫)। তাঁর দাদা নুনি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সিপিএম উপ প্রধান বাসুদেব কোড়া। রাম কোড়ারকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। পরিবারের তরফে নির্দিষ্ট কারোর নাম না করেই এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনাস্থলে রয়েছেন ডিএসপি। পুলিশ কুকুর নিয়ে তল্লাশি চালানো হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোড়ার পরিবারের বড় ভাই বাসুদেব কোড়ার সিপিএম নেতা। তিনি প্রাক্তন সিপিএম উপপ্রধান ছিলেন। এদিকে রাম কোড়ারের ভাই ভরত কোড়ার বিজেপির মণ্ডল সভাপতি। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকালে কাজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়েছিলেন। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও বাড়ি ফিরে আসছিলেন না তিনি। পরিবারের তরফে সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ করা হয়। সকালে থানায় যাওয়ার প্রস্তুতি নেন পরিবারের সদস্যরা। তার আগেই বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে ফাঁকা মাঠে রাম কোড়ারের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়।
স্থানীয় বাসিন্দারাই প্রথমে দেহ দেখতে পান। পরে পরিবারকে খবর দেন।পরিবারের সদস্যদের দাবি, দেহে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসানসোল উত্তর থানার পুলিশ। কোনও রাজনৈতিক কারণে মৃত্যু বলে পরিবারের তরফে কোনও অভিযোগ তোলা হয়নি। ঘটনাস্থলে রয়েছেন স্থানীয় সিপিএম ও বিজেপি নেতৃত্ব।
এ প্রসঙ্গে ডিসি সেন্ট্রাল এস এস কুলদীপ বলেন, “একটা অভিযোগ রয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে খুনেরই ঘটনা। দেহে আঘাতের চিহ্ন রয়েছে। দেহটি আপাতত ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ কুকুর দিয়ে তদন্ত চলছে।”
মৃতের দাদা সিপিএম নেতা বাসুদেব কোড়ার বলেন, “আমি ভাই ভালো ছেলে। ওর সঙ্গে কারোর শত্রুতা ছিল না। রাজনৈতিক কোনও কারণ রয়েছে বলে মনে হচ্ছে না। বাকিটা পুলিশ তদন্ত করছে।”
মৃতের ভাইও কার্যত কথা বলেছেন। বিজেপি নেতা অরিজিৎ রায় বলেন, “পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকা উত্তপ্ত হচ্ছে। পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে খুনের কিনারা করুক।”