পশ্চিম মেদিনীপুর: সম্মান বাঁচাতে পুলিশের দ্বারস্থ মহকুমা শাসক। মহকুমা শাসকের নামে ফেসবুক অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ খুলে প্রতারণা করা হচ্ছে সাধারণ মানুষকে। সাইবার প্রতারণার নতুন কৌশল। শিকার খোদ মহকুমা শাসকই। অভিযোগ, মহকুমা শাসকের নামে কখনও ফেসবুক, কখনও হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খুলে মানুষকে বিভ্রান্ত করে প্রতারিত করা হচ্ছে বিভিন্নভাবে। খোদ মহকুমা শাসকের ছবি দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট বা ফোন নম্বরে হোয়াটসঅ্যাপ ডিপিতে মহকুমা শাসকের ছবি ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারণা করা হচ্ছে। ইতিমধ্যে মহকুমা শাসক এই নিয়ে পুলিশের দ্বারস্থ।
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাসের নামে প্রায় ১২ টির মতো ফেসবুক অ্যাকাউন্ট চলাচ্ছে প্রতারকরা । এমনকি মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপে মহকুমা শাসকের ছবি দিয়ে ‘ট্রু কলারে’ নাম সেভ করেও, বিভিন্নভাবে প্রতারিত করা হচ্ছে সাধারণ মানুষকে।
ইতিমধ্যেই পুরো বিষয়টি নিয়ে মহকুমা শাসক পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। এমনকি এলাকার সাধারণ মানুষকে সচেতন থাকার আবেদন জানিয়েছেন মহকুমা শাসক। খোদ মহকুমা শাসকের অ্যাকাউন্ট খুলে সাধারণ মানুষ প্রতারণা শিকার হচ্ছেন, সেটিও নিজের মুখে স্বীকার করলেন ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস। গোটা ঘটনায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।
মহকুমা শাসকের বক্তব্য, “আমাদের ফেসবুক অ্যাকাউন্টে যে ছবি রয়েছে, তা ব্যবহার করে ফেক অ্যাকাউন্ট বানানো হয়েছে। হোয়াটসঅ্যাপেও তাই। এমনকি ট্রু কলারেও তাই। শুধু আমার নয়, একাধিক আধিকারিকদের সঙ্গে এটা হচ্ছে। তাই সাধারণ মানুষকে বলার যদি এরকম কোনও আধিকারিকের কাছ থেকে ফ্রেন্ড রিক্যুয়েস্ট আসে, তাহলে তা গ্রহণ করবেন না। কারণ সেটি নকল হওয়ার সম্ভাবনাই বেশি।”