পশ্চিম মেদিনীপুর: গ্রামের উপস্বাস্থ্যকেন্দ্র অন্যত্র স্থানান্তর হয়ে গিয়েছে। তাও গ্রাম থেকে চার-পাঁচ কিলোমিটার দূরে। তাই অঙ্গনওয়াড়ি কেন্দ্রেই ছুটি হওয়ার পর সেখানে শিবির খুলে বসতেন স্বাস্থ্যকর্মীরা। এখন তাঁদের নির্দেশ অনুযায়ী, দূরের স্বাস্থ্যকেন্দ্রেই চলে যেতে হচ্ছে। প্রতিবাদে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা-১ ব্লকের জাড়া গ্রাম পঞ্চায়েতের নেকড়বাগ নারানচক সেখপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। স্বাস্থ্য কেন্দ্রের কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখাই নেকড়বাগ নারানচক গ্রামের বাসিন্দারা।
গ্রামবাসীদের অভিযোগ, রামকৃষ্ণপুর মৌজায় নেকড়বাগ নারানচকে যে উপস্বাস্থ্য কেন্দ্রটি ছিল, সেটি ৪-৫ কিমি দূরে রানি মাধবপুরে স্থানান্তরিত করা হয়। নেকড়বাগ নারানচক গ্রামে পাঁচ হাজার মানুষের বসবাস। স্বাস্থ্য কেন্দ্র অন্যত্র স্থানান্তরিত হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের। বৃহস্পতিবার সকালে ওই উপস্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা নারানচক সেখপাড়া অঙ্গণওয়াড়ি কেন্দ্রে পোলিও টিকা দিতে আসেন। সেই স্বাস্থ্যকর্মীদের ঘিরে বিক্ষোভ দেখায় গ্ৰামবাসীরা।
দীর্ঘ দিন যাবৎ রামকৃষ্ণপুরে নেকড়বাগ নারানচক উপস্বাস্থ্য কেন্দ্রে কাজ চললেও এখন সেটি পরিবর্তন করে এই গ্ৰাম থেকে অন্য গ্ৰামে প্রায় পাঁচ কিলোমিটার দূরে রানিমাধবপুরে সরিয়ে নেওয়ার অভিযোগে বিক্ষোভ গ্রামবাসীদের। তাঁদের দাবি, রামকৃষ্ণপুর নেকড়বাগ নারানচকে উপস্বাস্থ্য কেন্দ্রে আগে যেমন কাজ চলছিল, সেই ভাবে কাজ চালানোর দাবিতে উপস্বাস্থ্য কেন্দ্র সরিয়ে নেওয়ার বিরোধিতা করে বিক্ষোভ গ্রামবাসীদের। যতক্ষণ না প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে যাচ্ছেন, ততক্ষণে এই বিক্ষোভ চলবে বলে জানান বিক্ষোভকারীরা।