পশ্চিম মেদিনীপুর: “আবাসের বাড়ির টাকা দেওয়া হবে, বিডিও অফিস থেকে বলছি” মহিলাকে আকস্মিক ফোন। কথায় বিশ্বাস করে প্রতারণার শিকার হলেন মহিলা। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে খোয়া গেল ৫১ হাজার টাকা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই এলাকায়। প্রতারিত মহিলার বক্তব্য অনুযায়ী, আবাসের বাড়ির প্রথম কিস্তির টাকা দেওয়া হবে বলে তাঁর কাছে একটি ফোন আসে। তারপরেই প্রতারণা শিকার হন তিনি। ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেন ওই মহিলা। কাশীগঞ্জের বাসিন্দা মৌসুমী মণ্ডলের অভিযোগ, শনিবার তাঁর মোবাইলে একটি ফোন আসে। তাঁকে আবাসের টাকা অ্যাকাউন্টে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়।অ্যাকাউন্ট নম্বর, মোবাইলে আসা ওটিপি সব জানতে চাওয়া হয় তাঁর কাছে। ওটিপিও বলে দেন ওই মহিলা। মহিলার দাবি, ফোন রাখার কিছুক্ষণের মধ্যেই তাঁর অ্যাকাউন্ট থেকে তিন দফায় টাকা তুলে নেওয়া হয়। তিন দফায় মোট ৫১ হাজার টাকা কেটে নেওয়া হয় বলে অভিযোগ।
এরপরই ওই মহিলা মোবাইল বন্ধ করে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন। ইতিমধ্যে পুরো বিষয়টি নিয়ে ক্ষীরপাই পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। প্রশাসনিক কর্তাদের বক্তব্য, একাধিকবার এই নিয়ে সকলকে সাবধান করা হয়েছে। মোবাইলে ওটিপি এলে তা কারোর সঙ্গে শেয়ার করতে বারণ করা হয়। তারপরও এই ধরনের ঘটনা ঘটছে। প্রশাসনিক কর্তারা কখনই ফোন করে অ্যাকাউন্ট নম্বর কিংবা ওটিপি চাইবেন না। যদি এই ধরনের ফোন আসে, দ্রুত প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে।
আপাতত ওই মোবাইল নম্বর খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।