খড়গপুর: খড়গপুরের (Kharagpur) কাছে লাইনচ্যুত ট্রেন (Train)। মেদিনীপুর-হাওড়া লোকাল লাইনচ্যুত হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গিরিময়দান স্টেশন সংলগ্ন এলাকায়। শনিবার দুপুর ১২ নাগাদ গিরিময়দান স্টেশন ছেড়ে যাওয়ার সময় ঘটনাটি ঘটে। যার জেরে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।
সূত্রের খবর, আজ দুপুর ১২টা নাগাদ খড়গপুর স্টেশনের দিকে যাওয়ার সময় লাইনচ্যুত হয়ে যায় সামনের একটি বগি। খুব ধীর গতিতে থাকায় বড় ধরনের কোনও দুর্ঘটনা ঘটেনি। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল তা জানা যায়নি। রেল আধিকারিকরা ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। ট্রেনে থাকা সকল যাত্রীদের ইতিমধ্যে নামিয়ে আনা হয়েছে। তাঁদেরকে আবার নতুন লোকাল ট্রেনে তুলে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত (দুপুর ১২’৪৫) ট্রেনটি গিরিময়দান স্টেশন সংলগ্ন এলাকাতেই দাঁড়িয়ে রয়েছে।
রেলের গার্ড বিউটি ভট্ট জানিয়েছেন, একটি কামরার দুটি চাকা লাইনচ্যুত হয়েছে। তবে গতি কম থাকার দরুণ কোনও বড় দুর্ঘটনা ঘটেনি। আতঙ্কিত এক যাত্রী বলেন, “আমরা বালিচক যেতাম।গাড়িটা লাইনচ্যুত হয়েছে সকলে বলছে।”
উল্লেখ্য, কয়েকদিন আগে শিয়ালদহ স্টেশনের কাছে একটি ট্রেনের চাকা লাইনচ্যুত হয়ে যাওয়া ধাক্কা লাগে অপর ট্রেনের সঙ্গে। আপ রানাঘাট লোকালের চাকা লাইন থেকে ডানদিকে বেরিয়ে যায়। যদিও লোকাল ট্রেনের যাত্রীদের কারও কোনও ক্ষয়ক্ষতি হয়নি। জানা গিয়েছে, গত ৩০ নভেম্বর লাইনচ্যুত হয় ট্রেনটি। ওইদিন ১১ টা ৫৩ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। যে ট্রেনটির রানাঘাট লোকাল লাইনচ্যুত হয়ে যায়, সেটি ১১ টা ৪৫ মিনিটে ছাড়ার কথা ছিল। ১১ টা ৪৭ মিনিটে ছাড়ে।