পশ্চিম মেদিনীপুর: ভিডিয়ো কলে এক মহিলার সঙ্গে কথা বলার সময় অশ্লীল অঙ্গভঙ্গি করছেন এক বিজেপি (BJP) নেতা। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে প্রায় দেড় মিনিটের সেই ভিডিয়ো। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি-৯ বাংলা। ঘটনা মেদিনীপুর শহরের। সূত্রের খবর, ওই ব্যক্তি মেদিনীপুরে বিজেপির এক মণ্ডলের সভাপতি। এ ঘটনায় কোনও প্রতিক্রিয়া দিতে চাননি ওই বিজেপি নেতা। কিন্তু, ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে চাপানউতর। কড়া প্রতিক্রিয়া দিয়েছে শাসক তৃণমূল (Trinamool Congress)। যদিও বিজেপির দাবি, এ ঘটনায় তাঁদের দলের কেউ যুক্ত নেই। ডিজিটাল প্রযুক্তিকে হাতিয়ার করে কেউ চক্রান্ত করছে।
জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাস বলছেন, দলের কোনও নেতা এ ধরনের ঘটনায় জড়িত থাকতে পারে না। বর্তমান ইলেকট্রনিক যুগে অনেক কিছুই হচ্ছে। অনেক কিছুই করা যায়। বিজেপি সর্বদাই রুচিশীল দল। সাংস্কৃতিক বোধও রয়েছে। আমাদের দলের কোনও নেতা এ ধরনের নিম্নরুচির কাজ করতে পারে না। আমাদের নেতৃত্বদের কালিমালিপ্ত করতে অন্য কোনও রাজনৈতিক দলের কেউ এ ধরনের কাজ করে থাকতে পারে।
তবে বিজেপির দাবি মানতে নারাজ তৃণমূল। তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, “ওদের তো আর কোনও কাজ নেই। সবাই কামিনী-কাঞ্চনে ব্যস্ত। ওরা আসলে মানুষের পাশে নেই। উন্নয়নের কাজেই নিজেদের যুক্ত রাখতে চায় না। আসলে বিজেপি বেঁচেই আছে তৃণমূলের অপ্রচার করতে। ওদের কাজই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কুৎসা করা।”