দাঁতন: সাগরদিঘির উপনির্বাচন দেখিয়ে দিয়েছে এই সরকারের বিরুদ্ধে লড়াই করতে একজোট হওয়ার দরকার আছে। সাগরদিঘিতে তা করে দেখিয়েছে মানুষ। এ রকমই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি মনে করছেন, রাজ্যের সরকার যে ভাবে মানুষের উপর অত্যাচার করছে এবং দিনে দিনে সেই অত্যাচার বাড়ছে বলে অভিযোগ তাঁর। সেই অত্যাচারের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াবে বলে আশাবাদী তিনি। সোমবার এই বক্তব্য বিজেপি সাংসদ রেখেছেন পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। দাঁতনের মনোহরপুরে প্রাতর্ভ্রমণ সেরে চা চক্রে যোগ দিয়েছিলেন। সেখানেই তিনি এ কথা বলেছেন।
রবিবার থেকেই পশ্চিম মেদিনীপুর জেলায় রয়েছেন সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। অন্যান্য দিনের মতোই সোমবার সকালে মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন তিনি। দাঁতনের মনোহরপুরে রাত্রিযাপন করেন তিনি। আর সেই এলাকাতেই চা চক্রে যোগ দেন। এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেছেন, “সরকার বিরোধীদের সঙ্গে যে ব্যবহার করছে, তার বিরুদ্ধে লড়তে হলে এক হওয়ার দরকার রয়েছে। সাগরদিঘিতে সেটা কিছুটা হয়েছে। মানুষ সেটাকে স্বীকার করেছে। সরকারের অত্যাচারী মানসিকতা এবং বিরোধীদের দাবিয়ে দেওয়ার চেষ্টা করছে তার বিরুদ্ধে মানুষই এক দিন এক হবে সরকারের বিরুদ্ধে।” প্রসঙ্গত সাগরদিঘি বিধানসভায় ২০২১ সালে জিতেছিল তৃণমূল। ঘাসফুল প্রার্থী সুব্রত সাহা জিতেছিলেন সেখানে। তাঁর প্রয়ানে ২৭ ফেব্রুয়ারি উপনির্বাচন হয় সেখানে। সেই ভোটে তৃণমূল হারিয়ে জয়ী হয়েছেন বাম সমর্থিক কংগ্রেস প্রার্থী। এর পরই বিরোধী জোটের বিষয়টি আলোচনায় উঠে এসেছে।
সাগরদিঘি উপনির্বাচন ছাড়াও রাজ্যের বিভিন্ন বিষয়ে মন্তব্য করেছেন দিলীপ। রাজ্যে শিশু মৃত্যুর ঘটনা নিয়ে তিনি বলেছেন, “রোজ আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং রোজ মৃতের সংখ্যা বাড়ছে। বাচ্চাদের অসুখ বা বাচ্চাদের মৃত্যু খুবই চিন্তাজনক। হয়তো ওষুধ নেই কিন্তু মনে হয় চিকিৎসার ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না।” উল্লেখ্য, সাগরদিঘি উপনির্বাচনের সময় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দুও শাসক দলকে আক্রমণ করতে গিয়ে বলেছিলেন, বিজেপিকে ভোট না দিলে, তৃণমূলকেও ভোট দেবেন না। রাজনৈতিক কারবারিদের মতে, পরোক্ষভাবে বাম-কংগ্রেসের হয়েই সওয়াল করেন শুভেন্দু অধিকারী।
পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা বলেছেন, “রাম, বাম, কংগ্রেসের নীতিহীন জোট। তৃণমূলের সঙ্গে লড়াই করতে না পেরে করার চেষ্টা চলছে। এই আঁতাত মুখ থুবড়ে পড়বে। মানুষ বুঝিয়ে দেবে।” দিলীপের বক্তব্যের প্রেক্ষিতে বাম যুবনেত্রী মিণাক্ষী মুখোপাধ্যায় বলেছেন, “দিলীপ ঘোষের উচিত ত্রিপুরায় কেন হামলা চলছে তা দেখা। সেখানে তো তাঁদের সরকার রয়েছে। এই সরকারকে জবাব দেবে মানুষের জোট। মানুষই শেষ কথা বলবে।”