Dev: ‘দেবের ভাইকেই কাটমানি দিতে হলে সাধারণের কী অবস্থা?’, সাংসদের কাছ থেকেই উত্তর চাইল বিজেপি

Ashim Bera | Edited By: অবন্তিকা প্রামাণিক

May 01, 2023 | 9:33 AM

Dipak Adhikari: সরকারি আবাস যোজনায় কাটমানি দিতে হয়েছে ঘাটালের অভিনেতা সাংসদদের ভাই বিক্রম অধিকারীকে। ২৪ ঘণ্টা আগেই প্রকাশ্যে এসেছে এই খবর। ঘটনা নিয়ে রীতিমত তোলপাড় রাজ্য রাজনীতি। এবার এই ইস্যুকে হাতিয়ার করেই মাঠে নামল বিজেপি।

Dev: দেবের ভাইকেই কাটমানি দিতে হলে সাধারণের কী অবস্থা?, সাংসদের কাছ থেকেই উত্তর চাইল বিজেপি
শহর জুড়ে দেবের বিরুদ্ধে পোস্টার (নিজস্ব চিত্র)

Follow Us

ঘাটাল: সাংসদ দীপক অধিকারীর (Dev) ভাই বিক্রম অধিকারীর (Bikram Adhikari) অভিযোগকে হাতিয়ার করেই এবার ময়দানে বিজেপি (BJP)। অভিনেতা তথা সাংসদ দেবের বিরুদ্ধে পোস্টার ঘাটাল শহর জুড়ে। এমনকী পোস্টারে নাম উল্লেখ রয়েছে শিউলি সাহার। সাংসদ পদ থেকে পদত্যাগের দাবি তুলে সরব বিজেপি। অস্বস্তির মাঝেই বিজেপিকে পাল্টা নিশানা তৃণমূলেরও।

সরকারি আবাস যোজনায় কাটমানি দিতে হয়েছে ঘাটালের অভিনেতা সাংসদদের ভাই বিক্রম অধিকারীকে। ২৪ ঘণ্টা আগেই প্রকাশ্যে এসেছে এই খবর। ঘটনা নিয়ে রীতিমত তোলপাড় রাজ্য রাজনীতি। এবার এই ইস্যুকে হাতিয়ার করেই মাঠে নামল বিজেপি। ঘাটাল শহর জুড়ে দেবের বিরুদ্ধে পোস্টার। অভিনেতা সাংসদ দেবের ভাইকে কাটমানি দিতে হলে সাধারণ মানুষের অবস্থা কী? প্রশ্ন তুলে পোস্টার বিজেপির। বিক্রম অধিকারীর আবাস যোজনার টাকা কেন নেওয়া হয়েছে? শিউলি সাহা, দেবের কাছে উত্তর চাওয়া হয়েছে পোস্টারে।

ঘাটাল শহরের পাঁশকুড়া বাস স্ট্যান্ড, ঘাটাল কলেজ, এসডিও অফিস চত্ত্বর সহ সমস্ত জায়গায় পড়েছে পোস্টার। আর এই পোস্টারকে ঘিরে রীতিমতো শোরগোল অভিনেতা দেবের সাংসদ এলাকায়। শুধু পোস্টারই নয় দেবের পদত্যাগের দাবি জানিয়েছে গেরুয়া শিবির। এই দেওয়াল লিখনে হাত লাগিয়েছেন খোদ বিজেপি বিধায়ক শীতল কপাট। যদিও বিজেপিকে পাল্টা নিশানা করেছে শাসক দল তৃণমূল। জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতির দাবি, খেই হারিয়েছে বিজেপি। দেব কুৎসার জবাব না দিয়ে নিশ্চুপ থাকাতেই পোস্টার রাজনীতি করছে বিজেপি। বিজেপিকে মাঠে নেমে রাজনীতি করার পরামর্শ দিচ্ছেন জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর তথা তৃণমূল বিধায়ক অজিত মাইতি।

এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “দেবের ভাই বলে খবরটা হয়েছে। এরকম হাজার হাজার মানুষের নাম কেটে দেওয়া হয়েছে। কে অধিকার দিয়েছে ওদের? গরিবের কথা কেউ শোনেনি। আমরা নাম গুলো খুঁজে খুঁজে দিল্লি পাঠিয়েছি। আমি নিজে কেসিয়ারি থেকে এরকম এক গুচ্ছ নাম পাঠিয়েছি। তাঁরা অন্য পার্টি করে। তাই একটা নাম নয়,এরকম হাজার হাজার নাম আছে, যাদের বাড়ি দেওয়া হয়নি।”

Next Article