Shatarup Ghosh: শাসকের ঘরে ভাঙন! শতরূপের উপস্থিতিতে তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদান

Ashim Bera | Edited By: অংশুমান গোস্বামী

May 01, 2023 | 8:11 AM

ঘাসফুল ছেড়ে বামশিবিরে যোগ দিলেন প্রায় ৫০ জন। রবিবার যোগদানকারী কর্মীদের হাতে সিপিএমের দলীয় পতাকা তুলে দেন সিপিএমের রাজ্য কমিটি সদস্য শতরূপ ঘোষ। যদিও এই যোগদানকে কটাক্ষ করেছে তৃণমূল।

Shatarup Ghosh: শাসকের ঘরে ভাঙন! শতরূপের উপস্থিতিতে তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদান
শতরূপের উপস্থিতিতে সিপিএমে যোগদান

Follow Us

দাসপুর: ফের ঘর ভাঙলো শাসকদলের। তৃণমূল, বিজেপি ছেড়ে সিপিএমে যোগদান করলো ৫০ জন তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থক। তৃণমূল ও বিজেপি কর্মীদের হাতে সিপিআইএমের দলীয় পতাকা তুলে দেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ। রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ব্লকের বেনাই থেকে কৈজুরী পর্যন্ত সিপিএমের একটি মিছিলের আয়োজন করা হয়েছিল। আর সেই মিছিল শেষে বেনাই এলাকায় একটি সভার আয়োজন করা হয়। সভার শেষে তৃণমূল ও বিজেপি থেকে ৫০ জন কর্মী সিপিআইএমের যোগদান করেছে বলে সিপিএম নেতৃত্বের দাবি। যদিও তৃণমূলের কটাক্ষ, বামেরা নিজেদের লোককেই তৃণমূল সাজিয়ে যোগদান করিয়েছে।

ঘাসফুল ছেড়ে বামশিবিরে যোগ দিলেন প্রায় ৫০ জন। রবিবার যোগদানকারী কর্মীদের হাতে সিপিএমের দলীয় পতাকা তুলে দেন সিপিএমের রাজ্য কমিটি সদস্য শতরূপ ঘোষ। যদিও এই যোগদানকে কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূলের দাবি সিপিএম নিজেদের লোককে তৃণমূল সাজিয়ে যোগ দান করিয়েছে।

এ বিষয়ে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের জেলা তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি সৈয়দ মিলু বলেছেন, “সিপিএম নিজেদের কর্মীদেরই তৃণমূল সাজিয়ে সিপিএমে যোগ দান করিয়েছে। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে বামেরা। কিন্তু এই অঞ্চল তৃণমূলের দুর্জয় ঘাঁটি। মানুষ তৃণমূলের সঙ্গে রয়েছে। আগামী দিনে মানুষ বিপুল ভোটে তৃণমূলকে জেতাবে। বামেরা দিকে দিকে পরাজিত হবে।”

Next Article