TMC joining in Sabang: বক্স বাজিয়ে, উদ্দাম নেচে হল দলবদলের শোভাযাত্রা! ‘উন্নয়নের টানে’ যোগ তৃণমূলে

Debabrata Sarkar | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 01, 2023 | 12:05 AM

TMC joining in Sabang: ৫৫০ জন কংগ্রেস কর্মীকে নিয়ে এদিন তৃণমূলের দলীয় কার্যালয়ে উপস্থিত হন রুস্তম। অনেকেই বলছেন, এভাবে শোভাযাত্রা করে দলবদল করার নজির বোধহয় সবং-এই প্রথম দেখা গেল।

TMC joining in Sabang: বক্স বাজিয়ে, উদ্দাম নেচে হল দলবদলের শোভাযাত্রা! উন্নয়নের টানে যোগ তৃণমূলে
সবং-এ শোভাযাত্রা
Image Credit source: TV9 Bangla

Follow Us

সবং: একগুচ্ছ বক্স বাজছে, সেই গানের তালে নাচছেন বহু মানুষ। সোমবার সকালে এমনই দৃশ্য দেখা গেল পশ্চিম মেদিনীপুরের সবং-এ। না এটা কোনও বিজয় মিছিলের ছবি নয়, এভাবেই দলবদল করলেন কংগ্রেসের জয়ী প্রার্থী। তাঁর দাবি, উন্নয়নের টানেই দলবদল করেছেন তিনি। কেউ তাঁকে জোর করেনি। গত ১১ জুলাই পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। ২০০ এর বেশি ভোটে সবং-এ জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী শেখ রুস্তম। সোমবার তিনিই যোগ দিলেন তৃণমূলে।

সবং ব্লকের ১ নম্বর দেভোগ অঞ্চলের মোগলানিচক এলাকায় কংগ্রেসের টিকিটে দাঁড়িয়ে ছিলেন সেক রুস্তম। প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন সবং পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি হাজরা বিবি। সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে দলবদল করলেন কংগ্রেস প্রার্থী। ৫৫০ জন কংগ্রেস কর্মীকে নিয়ে এদিন তৃণমূলের দলীয় কার্যালয়ে উপস্থিত হন রুস্তম। তৃণমূলের ব্লক সভাপতি আবু কালাম বক্সের হাত ধরে তৃণমূলে যোগদান করেন তিনি। অনেকেই বলছেন, এভাবে শোভাযাত্রা করে দলবদল করার নজির বোধহয় সবং-এই প্রথম দেখা গেল।

সেক রুস্তম দলবদলের পর বলেন, ‘আমি জয়ী হয়েছিলাম। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে, ভালবাসার টানে তৃণমূলে যোগ দিলাম। আমাকে কেউ জোর করেনি।’

তৃণমূলের ব্লক সভাপতি আবু কালাম বক্স জানান, শীর্ষ নেতৃত্বের নির্দেশ মেনে নির্দল থেকে কাউকে দলে নেওয়া হচ্ছে না। তবে বিজেপি, সিপিএম বা কংগ্রেসের কেউ যোগদান করার ইচ্ছা প্রকাশ করলে, বিবেচনা করে তাঁকে দলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃণমূল নেতার দাবি, অন্যান্য দলের অনেক জয়ী প্রার্থীই তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করে চিঠি লিখেছেন।

Next Article