Pathashree Project: ‘পথশ্রী’ প্রকল্পে রাস্তা চুরি! ঢালাই না হলে ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের

Ashim Bera | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 06, 2023 | 8:09 AM

Pathashree Project: গ্রামবাসীরা দীর্ঘ কয়েক বছর ধরে তেলিপুকুর থেকে দলুইপাড়া পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তার দাবি জানাচ্ছিলেন। রাস্তাটির বেহাল অবস্থা।

Pathashree Project: পথশ্রী প্রকল্পে রাস্তা চুরি! ঢালাই না হলে ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের
পথশ্রী প্রকল্প ঘিরে বিভ্রান্তি

Follow Us

দাসপুর: পথশ্রী প্রকল্পে তৈরি হচ্ছে রাস্তা। কিন্তু তাতেও বিতর্ক পিছু ছাড়ছে না। এক রাস্তার নাম দিয়ে তৈরি হচ্ছে অন্য রাস্তা? ঢালাই রাস্তার কাজ নিয়ে চরম উত্তেজনা। দুর্নীতির অভিযোগ তুলছে বিরোধী রাজনৈতিক দলগুলি। সরকারি বোর্ডে লেখা আছে এক রাস্তা-আর বোর্ড বসিয়ে কাজ হচ্ছে অন্য রাস্তার, রাস্তা ঢালাই না হলে ভোট বয়কটের ডাক দিলেন গ্রামবাসীরা।

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ নম্বর ব্লকের সাহাচক গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামের ঘটনা। জানা গিয়েছে, বিষ্ণুপুর গ্রামের তেলিপুকুর হইতে দোলুই পাড়া পর্যন্ত দেড় কিলোমিটার ঢালাই রাস্তা নির্মাণের কাজের জন্য সরকারি বোর্ড লাগানো হয়েছে। আর যে রাস্তা আদতে তৈরি হচ্ছে, তা নাকি গ্রামের পশ্চিম পাড়া মাঠের রাস্তা। এই দেড় কিমি রাস্তা তৈরিতে বরাদ্দ করা হয়েছে ৫৩ লক্ষ ১৭ হাজার ৫৯২ টাকা। গত ২০ এপ্রিল কাজ শুরু হয়েছে। আর এই ঘটনায়ই তীব্র ক্ষোভ গ্রামবাসীদের।

গ্রামবাসীরা দীর্ঘ কয়েক বছর ধরে তেলিপুকুর থেকে দলুইপাড়া পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তার দাবি জানাচ্ছিলেন। রাস্তাটির বেহাল অবস্থা। আর এটাই গ্রামের প্রধান রাস্তা। প্রতিদিন স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে হাজার হাজার মানুষ যতায়াত করেন এই রাস্তা দিয়ে। একটু বৃষ্টি হলেই যাতায়াতের অযোগ্য হয়ে পড়ে এই রাস্তা। এমনকী রাস্তার বেহাল অবস্থার কারণে টোটো বাইক উল্টে জখমও হন মানুষজন। রাস্তাটি মেরামত করানোর জন্য একাধিকবার গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে প্রশাসনের বিভিন্ন আধিকারিকদের জানানো হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত কোন সুরাহা হয়নি। এমনকী রাস্তা ঢালাইয়ের জন্য বেশ কয়েকবার গ্রামবাসীদের স্বাক্ষর সইও করে নিয়ে যান শাসকদলের নেতা কর্মীরা।

বেহাল রাস্তা ঢালাই না করে এই রাস্তা ঢালাই-এর টাকায় বিষ্ণুপুর গ্রামের পশ্চিম পাড়ায় মাঠের রাস্তায় কাজ শুরু হয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের। আর এতেই তীব্র ক্ষোভ প্রকাশ করছেন তাঁরা। তাঁদের দাবি এই রাস্তা ঢালাই না হলে ভোট দিতে যাবেন না তাঁরা।

রাস্তা নিয়ে ইতিমধ্যেই শাসকদলকে কটাক্ষ করছে বাম বিজেপি। দাসপুরের বিভিন্ন এলাকায়, রাস্তার কাজের ক্ষেত্রে চরম গাফিলতি করা হয়েছে বলে অভিযোগ তুলছে বিজেপি থেকে সিপিএম।

এ বিষয়ে দাসপুর দুই ব্লক তৃণমূলের সভাপতি সৌমিত্র সিংহ রায়ের দাবি, এই এলাকার দুটো রাস্তার, দুটো স্কিম পাঠানো হয়েছিল। দুটোই অনুমোদন পেয়েছে, একটা আগে হবে, একটা পরে। কেউ গ্রামের মানুষকে ভুল বোঝাচ্ছে বলে দাবি করেছেন তিনি।।

দাসপুর ২ নম্বর ব্লকের বিডিও অনির্বাণ সাহুর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, জেলা পরিষদের মাধ্যমে রাস্তার কাজ শুরু হয়েছে। একটা রাস্তার কাজের ওয়ার্ক অর্ডার হয়েছে, একটা রাস্তার হয়নি। কিন্তু দুটো রাস্তারই কাজ হবে। বুঝতে একটা সমস্যা হচ্ছে।

Next Article