মেদিনীপুর: দিন ঘোষণা না হলেও জোর কদমে প্রচারে তৃণমূল, বিজেপি-সহ সব রাজনৈতিক দল। চন্দ্রকোনায় রাত জেগে দেওয়াল লিখনে ব্যস্ত বামেরা। প্রার্থীর নামের জায়গা ফাঁকা রেখেই দেওয়াল লিখন শুরু সিপিআইএমের। কোথাও কার্টুন চিত্র, স্লোগানে প্রচার। কোথাও আবার সম্প্রীতির বার্তাকেই হাতিয়ার করেছে বামেরা। মেদিনীপুরের চন্দ্রকোনার একাধিক এলাকায় রাতে টর্চ জ্বেলে ভোট প্রচারে ব্যস্ত বামেরা।
চন্দ্রকোনা-২ ব্লকের চন্দ্রকোনা পুরএলাকা-সহ গ্রামগঞ্জের বিভিন্ন এলাকায় বেশ কয়েকদিন ধরে রাতে মোবাইলের টর্চ জ্বেলে দেওয়াল লিখনে ব্যস্ত বাম কর্মী সমর্থকরা। তৃণমূল ও বিজেপিকে কটাক্ষ করে দেওয়ালে ফুটিয়ে তুলছেন ব্যঙ্গচিত্র। দিনের আলোকে বাদ দিয়ে রাতের অন্ধকারে টর্চ জ্বেলে দেওয়াল লিখনের কারণ কী?
ব্লকের সিপিএম নেতা সুস্মিত পালের কথায়, “বাম কর্মী সমর্থকরা তো কোথাও কোনওভাবে চুরি বা দুর্নীতির সঙ্গে যুক্ত না। স্বভাবতই তাঁদের রুটিরুজির ব্যবস্থা করে তারপর দেওয়াল লিখতে হয়। ফলে যখন সময় পান, তখনই তাঁরা দলের কাজ করেন।”
চন্দ্রকোনা-২ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি হীরালাল ঘোষের দাবি, এসব প্রচার নিয়ে তারা খুব একটা ভাবিত নন। উন্নয়নের নিরিখেই লোকসভা নির্বাচনে বিপুলভাবে তৃণমূল জয়ী হবে বলে দাবি তাঁর। দলীয় নির্দেশ মেনে সমস্ত কর্মসূচিও শুরু করেছে তৃণমূল।