Elephant: যেন বাপ-ঠাকুরদার সম্পত্তি! দুলতে দুলতে আলু ক্ষেতে হাজির এক পাল হাতি, ফসলের দফারফা

Ashim Bera | Edited By: সায়নী জোয়ারদার

Feb 27, 2024 | 7:46 AM

Medinipur: রাধাবল্লভপুর এলাকায় মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় নজরে আসে আলুর ক্ষেত। সেখানেই শুরু হয় হাতির তাণ্ডব। বন দফতরের হুলাপার্টি হাতির পালের সঙ্গে থাকলেও মানুষের তাড়া খেয়ে হাতির পাল একেবারে চন্দ্রকোনা শহর লাগোয়া লোকালয়ের কাছাকাছি চলে আসে। তাতে ভয়ে ছোটাছুটি শুরু করেন সাধারণ মানুষ।

Elephant: যেন বাপ-ঠাকুরদার সম্পত্তি! দুলতে দুলতে আলু ক্ষেতে হাজির এক পাল হাতি, ফসলের দফারফা
ক্ষেতের ভিতর হাতির পাল।
Image Credit source: TV9 Bangla

Follow Us

মেদিনীপুর: রাতের অন্ধকারে আবারও ফসলের ক্ষেতে তাণ্ডব চালাল হাতির পাল। চাষের জমিতে নেমে বিঘার পর বিঘার ফসল নষ্ট হাতির দলের। সোমবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় চন্দ্রকোনায়। একাধিক জায়গায় আলুর জমির উপর দিয়ে হাতির যাতায়াতে নষ্ট হয়েছে ফসল। চন্দ্রকোনার ধামকুড়িয়া জঙ্গল থেকে একটি হাতির দল রাজ্যসড়ক পার করে চন্দ্রকোনা শহর সংলগ্ন চন্দ্রকোনা-২ ব্লকে ঢোকে। এরপর কুঁয়াপুর গ্রামপঞ্চায়েতের ধরমপুর, বসন্তপুর হয়ে চন্দ্রকোনা-বসন্তপুর সড়ক পার করে ভেলাইবনিতে এসে হাজির হয়।

রাধাবল্লভপুর এলাকায় মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় নজরে আসে আলুর ক্ষেত। সেখানেই শুরু হয় হাতির তাণ্ডব। বন দফতরের হুলাপার্টি হাতির পালের সঙ্গে থাকলেও মানুষের তাড়া খেয়ে হাতির পাল একেবারে চন্দ্রকোনা শহর লাগোয়া লোকালয়ের কাছাকাছি চলে আসে। তাতে ভয়ে ছোটাছুটি শুরু করেন সাধারণ মানুষ।

এর আগে গত রবিবার রাতেই চন্দ্রকোনার ধামকুড়িয়া, অযোধ্যা-সহ একাধিক এলাকায় রাতের অন্ধকারে হাতির দল আলু জমিতে দাপিয়ে কয়েক বিঘার ফসল নষ্ট করেছে। ২৪ ঘণ্টার মধ্যে আবারও সেই তাণ্ডব। স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন ধরেই চন্দ্রকোনার ধামকুড়িয়া বিট এলাকা থেকে প্রায় ২৪টি হাতির একটি দল চন্দ্রকোনা, চন্দ্রকোনা লাগোয়া গড়বেতা এলাকার বিভিন্ন জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে। এলাকার লোকজন বনদফতরের ভূমিকায় ক্ষুব্ধ। তাঁদের দাবি, এতদিন ধরে হাতির দাপাদাপি চলছে। অথচ বনদফতরের সদর্থক কোনও ভূমিকাই নেই।

Next Article