Cylinder Blast: বেলুন ফোলাতে গিয়ে ফাটল গ্যাস সিলিন্ডার, ১০ ফুট দূরে ছিটকে পড়লেন বিক্রেতা

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Jul 10, 2022 | 9:53 AM

Daspur: মেলায় গ্যাস বেলুন ফোলাতে গিয়েই কোনওভাবে গ্যাস সিলিন্ডার ফেটে যায়। আর তাতেই বেলুন বিক্রেতা সহ মোট সাত জন আহত হয়েছেন।

Cylinder Blast: বেলুন ফোলাতে গিয়ে ফাটল গ্যাস সিলিন্ডার, ১০ ফুট দূরে ছিটকে পড়লেন বিক্রেতা
মেলায় সিলিন্ডার ফেটে বিপত্তি

Follow Us

দাসপুর : রথের মেলায় গ্যাস বেলুন ফোলাতে গিয়ে গ্যাস সিলিন্ডার ফেটে ভয়ঙ্কর দুর্ঘটনা। দুর্ঘটনায় জখম হয়েছেন দুই মহিলা ও তিন শিশু সহ মোট সাত জন। শনিবার রাতে ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার তিয়রবেড়িয়া এলাকায়। ঘড়ির কাঁটায় তখন রাত প্রায় দশটা। উল্টো রথের মেলা চলছিল। অন্যান্য পসরার সঙ্গে বসেছিল গ্যাস বেলুনও। মেলায় ভিড়ও হয়েছিল বেশ। জানা গিয়েছে ওই   আহতদের মধ্যে তিন জন শিশুও রয়েছে। ঘটনার সঙ্গে সঙ্গে মেলা কমিটির সহযোগিতায় আহতদের উদ্ধার করে গৌরার এক বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে পাঠানো হয়।

মেলায় থাকা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক বিকট শব্দ করে ফেটে যায় সিলিন্ডারটি। সঙ্গে সঙ্গে চারিদিকে ধুলো হয়ে যায়। যিনি বেলুনটি ফোলাচ্ছিলেন তিনি, প্রায় ১০ ফুট দূরে গিয়ে ছিটকে পড়েছিলেন। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন উল্টো রথের মেলায় আসার মানুষরা। কয়েক মিনিটের মধ্যে ভরা মেলা প্রায় ফাঁকা হয়ে যায়। উল্লেখ্য, দীর্ঘ ২ বছর ধরে করোনার রেশ কাটিয়ে জেলার ঐতিহ্যবাহী এই তিয়রবেড়িয়ায় ৮০ মন পিতলের রথযাত্রা উপলক্ষে জমাটি মেলা বসেছিল। কিন্তু মেলার মধ্যে এমন দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে গোটা গ্রামে।

উল্টো রথের মেলায় আসা এক মহিলা জানিয়েছেন, তিনি স্বামীর সঙ্গে মেলায় এসেছিলেন। মেলায় ঢুকেই যেদিকে গ্যাস বেলুন বিক্রি হচ্ছিল, সেদিকে নজর গিয়েছিল তাঁর। সেখানে দুটি শিশু এবং তাঁদের মা দাঁড়িয়ে ছিলেন। আর গ্যাস বেলুন বিক্রেতা বেলুন ফোলাচ্ছিলেন। সেই সময়ই সিলিন্ডার থেকে একটি আওয়াজ শুনতে পাচ্ছিলেন মেলায় ঘুরতে আসা ওই মহিলা। সিলিন্ডার থেকে গ্যাস বেরিয়ে গেলে যেমন শব্দ হয়, ঠিক তেমনই ছিল ওই শব্দ। তখন অবশ্য তিনি বিষয়টিতে বেশি গুরুত্ব না দিয়ে জগন্নাথ দর্শনের জন্য এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু কিছুটা এগোতেই বিকট শব্দ। পিছন ফিরে দেখেন চারিদিকে ধুলো। ভয়ে সবাই পালিয়ে যায় সেখান থেকে। যিনি গ্যাস বেলুন ফোলাচ্ছিলেন, তিনি দশ হাত দূরে ছিটকে পড়ে গিয়েছেন। এই দেখে ভয়ে তাঁরা সেখান থেকে পালিয়ে যান।

Next Article