বাখরাবাদ: রেল লাইনের উপর পড়ে রয়েছে এক ব্যক্তি। অভিযোগ, তাঁকে খুন করে বস্তায় বেঁধে ফেলে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সেই বস্তার উপর দিয়ে চলে যাচ্ছে একের পর ট্রেন। ফলত, রক্তে ভিজে গিয়েছে সেটি। বস্তার ভিতরে থেঁতলে গিয়েছে দেহ। সাত সকালে এহেন দৃশ্য দেখে কার্যত শিউরে উঠেছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনাস্থলে গিয়েছে পুলিশ কুকুর।
জানা গিয়েছে, শুক্রবার ভোরবেলা পশ্চিম মেদিনীপুরের বাখরাবাদ রেল স্টেশন থেকে কিছুটা দূরে লাইনের উপর কিছু পড়ে থাকতে দেখছিলেন রেল কর্মীরা। বিষয়টি কী প্রথমে বুঝে উঠতে পারেননি তাঁরা। এরপর কাছে যেতেই দেখেন বস্তায় বাঁধা দেহ। যা দেখে কার্যত শিউরে ওঠেন তাঁরা। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় রেলের উচ্চ-পদস্থ আধিকারিকদের। ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ এবং রাজ্য পুলিশ।
মৃতদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। তবে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান কেউ বা কারা খুন করার পর বস্তায় বন্দি করে বাইকে নিয়ে এসে রেললাইনের উপর শুইয়ে দিয়ে যায়। এরপরই তার উপর দিয়ে চলে ট্রেন। ঘটনাস্থলে জিআরপি এবং রাজ্য পুলিশ এসে তদন্ত শুরু করে। পুলিশের প্রাথমিক অনুমান অন্যত্র খুন করে রেল লাইনের ওপর ফেলে দেওয়া হয়েছে রেল লাইনের উপর। ঘটনাস্থলে পুলিশ কুকুর নিয়ে এসে তদন্ত শুরু করা হয়েছে।