ঘাটাল: নাচের তালে স্টেজ মাতাচ্ছেন তরুণী, পাশে জামা খুলে নাচছেন প্রধান শিক্ষক। মাঝেমাঝে আবার ডিগবাজিও খাচ্ছেন। উলুবেড়িয়ার শামপুর ১ নম্বর ব্লকের বিনোদচক তপশিলি প্রাথমিক বিদ্যালয়ের হেড স্যারের এই ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছিল সোশ্যাল পাড়ায়। উঠেছিল নিন্দার ঝড়। লজ্জায় মুখ লুকাচ্ছিল গোটা গ্রাম। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি-৯ বাংলা। এবার যেন একই ঘটনার প্রতিচ্ছবি দেখতে পাওয়া গেল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে। বেসামাল অবস্থায় নাচের ভিডিও ভাইরাল তৃণমূলের জেলা সভাপতির। তিনি আবার পেশায় শিক্ষক।
প্রসঙ্গত, এলাকার ঘোলা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ঘোলা কাপের আয়োজন করা হয়েছিল। সেই উপলক্ষেই ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানেই মদ্যপ অবস্থায় বেদম নাচতে দেখা গেল ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের আইএনটিটিইউসির জেলা সভাপতি সুশান্ত মণ্ডলকে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু বেড়াচ্ছে সেই ভিডিয়ো। তৈরি হয়েছে বিতর্ক। তোপ দাগছে বিরোধীরা শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি-৯ বাংলা।
ঘটনায় চাঁচাছোলা ভাষায় তোপ দেগেছেন ঘাটালের বিজেপি বিধায়ক শিতল কপাট। তিনি বলছেন, এটাই তো তৃণমূলের কালচার। তৃণমূলের নেতা মানেই মদ্যপান করবে। আমাদের মা-বোনেদের নিয়ে ফূর্তি করবে এটাই ওদের লক্ষ্য। এটা কোনও নতুন ঘটনা নয়। মদন মিত্রকে তো দেখেছেন। ঘটনায় সুশান্ত মণ্ডল বলছেন, সারাদিন খেলা হয়েছিল ক্লাবে। সেখানে ক্লাবের সদস্যরা সকলেই মিলে আনন্দ করছিলাম। কে ছবি তুলেছে, কে ভাইরাল করেছে জানি না। বিজেপি অনেক কথা বলবে ওদের আর কী বলব! আমরা কী তাহলে একটু নিজেদের মধ্যে আনন্দ ফূর্তিও করতে পারব না?