AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dev On Rose Valley: এবার রোজভ্যালি মামলায় নাম জড়াল দেবের, ‘ফাইনাল’ চার্জশিট দিল CBI

Rose Valley Case: প্রসঙ্গত, এর আগে আর্থিক তছরূপ সংক্রান্ত এক মামলায় দেব দিল্লির ইডি অফিসে হাজিরা দিয়েছিলেন। হাজিরার পর বিদায়ী তৃণমূল সাংসদকে বলতে শোনা গিয়েছিল, "যে চুরি করে সে তো নিজে জানে চুরি করেছে। আমি কারোর এক টাকাও নিইনি।

Dev On Rose Valley: এবার রোজভ্যালি মামলায় নাম জড়াল দেবের, 'ফাইনাল' চার্জশিট দিল CBI
ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃতীয়বার জিতেছেন দেবImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 19, 2024 | 9:22 AM
Share

পশ্চিম মেদিনীপুর: রোজভ্যালি মামলায় তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ইতিমধ্যে চার্জশিট পেশ করছে গোয়েন্দা সংস্থা। সেই চার্জশিটে অভিযুক্ত হিসাবে প্রথমেই নাম উঠে এসেছিল প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডের। সিবিআই সূত্রে খবর, রোজভ্যালির ফাইনাল চার্জশিটে নাম উল্লেখ রয়েছে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবের। রোজভ্যালির একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। এ প্রসঙ্গে দেবের প্রতিক্রিয়া চাওয়া হলে তিনিও স্বীকার করে নেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দেব বলেন, “হ্যাঁ গিয়েছিলাম। অভিনেতা হিসাবে পারফর্ম করেছিলাম তো? অনেকেই করেছেন তো…।” তিনি আরও বলেন, “ওইখানে আমি তো আমি একা ছিলাম না। আর এই নিয়ে আমার কাছে কোনও নোটিস আসেনি। অনেকেই ছিলেন সেই সময়। আর এই ঘটনা আজকের নয়। অনেকদিন আগের। ওই ইভেন্টে আরও অনেক অভিনেতা ও অভিনেত্রী পারফর্ম করেছিলেন।”

প্রসঙ্গত, এর আগে আর্থিক তছরূপ সংক্রান্ত এক মামলায় দেব দিল্লির ইডি অফিসে হাজিরা দিয়েছিলেন। হাজিরার পর বিদায়ী তৃণমূল সাংসদকে বলতে শোনা গিয়েছিল, “যে চুরি করে সে তো নিজে জানে চুরি করেছে। আমি কারোর এক টাকাও নিইনি। আমার ওই ভয় নেই।” এর পাশাপাশি গরু পাচার মামলাতেও নাম উঠে এসেছিল দেবের। ২০২২ সালে সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন দেব। উঠে এসেছিল দেব এনামূল যোগ।

বস্তুত, ওড়িশার ভুবনেশ্বর আদালতে রোজভ্যালি মামলার যে চার্জশিট সিবিআই জমা দিয়েছিল সেই চার্জশিটে অভিযুক্তদের মধ্যে এক নম্বরে নাম রয়েছে শ্রেয়া পাণ্ডের। ভুবচার্জশিটে সিবিআই উল্লেখ করেছে, রোজভ্যালি থেকে সরাসরি শ্রেয়ার দু’টি সংস্থায় টাকা ঢুকেছে। এমনকী মন্ত্রী কন্যা ও তাঁর টিম যখন চিন সফরে গিয়েছিলেন সেই সময়ও তাঁদের খরচ অনেকাংশে বহন করেছিল রোজভ্যালি।