খড়গপুর: জল যন্ত্রণায় ভুগছে এলাকার মানুষ। দিলীপ ঘোষকে ঘিরে ধরে অভিযোগ জানাতেই ক্ষোভে ফেটে পড়লেন তিনি। কেন সাংসদ তহবিলের টাকা দেওয়া সত্ত্বেও, তা দিয়ে কাজ হচ্ছে না, তা নিয়েই প্রশ্ন তোলেন তিনি। কাউন্সিলর বিজেপির জানার পর দিলীপ ঘোষ বলেন, ‘দরকার হলে বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখান, ল্যাম্পপোস্টে বেঁধে রাখুন।’ বিজেপির রাজ্য সভাপতির দাবি, তিনি দিনের পর দিন সাংসদ তহবিলের টাকা দিয়েছেন, কিন্তু এনকেডিএ-তরফ থেকে কোনও প্রজেক্ট করতে দেওয়া হয়নি।
আজ রবিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। তাঁর নিজের শহর খড়গপুরের ২ নম্বর ওয়ার্ডে এক অসুস্থ বিজেপি কর্মীকে দেখতে তাঁর বাড়ি গিয়েছিলেন। সেখানে যাওয়ার পথে এলাকার মানুষতাঁর গাড়ি আটকে জল যন্ত্রনার অভিযোগ তোলেন। গাড়ি থামিয়ে অভিযোগের কথা শোনেন দিলীপ ঘোষ। অভিযোগ শুনেই তিনি অত্যন্ত ক্ষুব্ধ হন। তিনি বলেন, ‘এতদিন কি ঘুমোচ্ছিলেন? এমপি ল্যাডের টাকা আমি দিয়েছি পুরসভাকে। আমার দেওয়া টাকায় কোনও কাজ করেনি পুরসভা।’ স্থানীয় বাসিন্দাদের বলেন, ‘পুরসভার বিরুদ্ধে ক্ষোভ দেখান, রাস্তায় নেমে যান, পথ আটকান, আমি আপনাদের সঙ্গে রয়েছি।’ এলাকার মানুষের দাবি কাউন্সিলর এলাকায় আসেন না। কোনও কাজও দেখাশোনা করেন না।
এরপরই এলাকার লোকজন জানান যে এই ওয়ার্ডের কাউন্সিলর বিজেপিরই সদস্য। সেটা শুনে দিলীপ ঘোষ বলেন, ‘দরকার পড়লে তার বাড়ির বাইরে গিয়ে বিক্ষোভ দেখান। মলত্যাগ করে দিন, ল্যাম্পপোস্টে বেঁধে রাখুন, যাতে সে বাড়ি থেকে না বের হতে পারে। সবকিছু কি দিলীপ ঘোষ করে দেবে?’ তাঁর দাবি টাকা দিয়ে এমন অভিযোগ শুনতে রাজি নন তিনি। দিলীপ ঘোষ জানিয়েছেন, বিধায়ক হিসেবেও টাকা দিয়েছেন, সাংসদ হিসেবেও দিয়েছেন কিন্তু তৃণমূল পরিচালিত রাজ্য সরকার কোনও কাজ হতে দেয়নি।
এই ২ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সুখরাজ কাউর অবশ্য এমন অভিযোগ শুনে স্তম্ভিত। দিলীপ ঘোষের মন্তব্য শুনে তিনি বলেন, ‘এতদিন ভালো সার্টিফিকেটই দিয়ে এসেছেন। আজ হঠাৎ কেন এমন বললেন জানি না।’ আর এলাকার মানুষের অভিযোগ শুনে সুখরাজ বলেন, ‘এটা নিয়ে দীর্ঘদিনের জটিলতা রয়েছে। এটার জন্য মহকুমা শাসক সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে আলোচনা হয়েছে, কিন্তু কোনও সমাধান সূত্র বেরোয়নি।’ কবে কাজ হবে, সে ব্যাপারে কিছু জানাননি এই কাউন্সিলর। আরও পড়ুন: ‘সাজানো ঘটনা’! ত্রিপুরায় যা হয়েছে সবই ‘নাটক’ বললেন দিলীপ ঘোষ